নেপিয়ারে ভারত – নিউজিল্যান্ড (IND vs NZ 2022) টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও আরো একবার শট বলের প্রতি শ্রেয়স আইয়ারের দুর্বলতা প্রকট হয়ে উঠলো।
বুধবার ম্যাচে (IND vs NZ 2022) ভারতীয় দলের দুই ওপেনার ব্যর্থ হলে ব্যাট করতে আসেন শ্রেয়স আইয়ার। কিন্তু মুম্বইয়ের এই ব্যাটার বিশেষ কিছু করতে পারেননি এই ম্যাচে। দ্রুত আউট হয়ে ফিরে যান।
এদিন ফের আরেকবার শর্ট বলে শ্রেয়স আইয়ারের দূর্বলতা প্রকট হয়ে উঠেছিলো। সাউদির বাউন্সার শ্রেয়সের বুকের কাছাকাছি উঠে যায়। আইয়ার চান থার্ডম্যানে বল পাঠাতে। কিন্তু ঠিকঠাক শট মারতে পারেননি তিনি। (IND vs NZ 2022)
জিমি নিশ্যামের নিরাপদ হাতে বন্দী হন আইয়ার। ভারতের স্কোর তখন ৩উইকেট। শ্রেয়স আইয়ার নিঃসন্দেহে একজন ভালো ব্যাটার। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করে উঠতে পারছেন না তিনি। (IND vs NZ 2022)
Story of iyer and short ball is never ending….starting from 2015 untill now. For me he should be write off from T20 and Test(barrage of bouncers). He should be only in consideration in ODIs.
— INDIAN CRICKET FAN (@indianfanofcric) November 22, 2022
Iyerrrr 🤡🤡🤣🤣 against quality bowling – 0(1)
— Rick Grimes 🜃 (@rickgrimes989) November 22, 2022
🤡🤡🤣🤣 home track bully Iyer pic.twitter.com/wsuAvjqMqt
Well why is taking Iyer so long to overcome his weakness against short balls? Even a bowler would have learnt by now
— 1D_lovebot 👑 Vk18 (@hazzaisrockstar) November 22, 2022
Shreyas Iyer would also struggle in odi against short ball .
— Fr🅾️nt F🅾️🅾️t 🦶🏏 (@frontfoot73) November 22, 2022
Don't know why south african bowlers didn't bowled short to him .
Oh wait how Nortje and Rabada can bowl short to their previous DC captain
Even club bowler knows Shreyas Iyer has issue with short balls and yet @BCCI selectors promote him and take him to the test also 😅
— Gurumoorti hegde (@guru3ti) November 22, 2022
Whom to blame 😕#IndvsNZ#indvsnzlive
শ্রেয়স আইয়ারের জাতীয় টি ২০ দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে এবার। কেরিয়ারের শুরু আন্তর্জাতিক টি ২০ ওপেনিং করেছিলেন শ্রেয়স আইয়ার গত ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই ম্যাচে ওপেন করেছিলেন তিনি।
তবে দলের স্বার্থে শেষ বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শ্রেয়স গত ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। টানা তিনটি হাফ সেঞ্চুরি করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন।
এই প্রতিবেদন লেখাকালীণ ম্যাচে ভারতের টপ অর্ডার’রা দ্রুত আউট হওয়ায় জন্যে মিডল অর্ডারের উপর সমস্ত চাপ এসে পড়ে। আউট হয়ে যান সূর্য কুমার যাদব’ও।
এই প্রতিবেদন লেখাকালীণ ভারতীয় ক্রিকেট দলের স্কোর ৪ উইকেটে ৭১ রান। ক্রিজে আছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা।
আরও পড়ুন IPL 2023 : ধোনি বাছাই করবেন CSK এর পরবর্তী অধিনায়ক