
আসন্ন নিউজিল্যান্ড টি২০ সিরিজে (IND vs NZ 2022) শুভমান গিল এবং ইশান কিশান’কে ওপেন করতে দেখতে চান প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। তার মতে সঞ্জু স্যামসন অথবা সূর্য কুমার যাদবের মধ্যে যেকোনো একজন’কে ব্যাট করতে দেখা যাবে তিন নম্বরে।
জাহির খানের মতে শ্রেয়স আইয়ার’ও চাইতো তিন নম্বরে ব্যাট করতে। কিন্তু টি ২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় এখন যেকোনো পজিশনে খেলে নিজেকে প্রমাণ করার জন্যে মরিয়া হয়ে আছে এই ভারতীয় ব্যাটার। (IND vs NZ 2022)
এর আগে ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাট করতেন শ্রেয়স আইয়ার, তবে বর্তমানে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার সূর্য কুমারের জন্যে সেই স্থান হারিয়েছেন। Cricbuzz কে জাহির খান বলেছেন, (IND vs NZ 2022)
“রোহিত, রাহুল নেই। তাই ভারতীয় দলের হয়ে এই সিরিজে ওপেন করবেন শুভমান গিল এবং ইশান কিশান। সঞ্জু স্যামসন এবং সূর্য কুমার যাদবের মধ্যে কোনও একজন তিন নম্বরে ব্যাট করবে। শ্রেয়স আইয়ার সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছিলো। আমি নিশ্চিত টি ২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় ও ভীষণ হতাশ হয়েছে।”
Congratulations to everyone at #TeamMumbai 🏆 What a win! Our first and one to remember. Well done team 👏🤗😊 pic.twitter.com/VyMwlncWq4
— Shreyas Iyer (@ShreyasIyer15) November 5, 2022
আরও পড়ুনঃ T20 World Cup 2022 Final : পাকিস্তান সফরে যাওয়াটা কাজে দিয়েছে, বিশ্বকাপ জিতে বললেন বাটলার
জিম্বাবোয়ে সফরে নজর কাড়তে ব্যর্থ হন শ্রেয়স আইয়ার। ৪ টি ২০ ম্যাচে ৯৮ রান করেছিলেন তিনি। এরপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে একটি ম্যাচে খেলার সুযোগ পেয়ে ১ রান করে আউট হন। (IND vs NZ 2022)
এই ডান হাতি ব্যাটার রোহিত, রাহুল, কোহলির অবর্তমানে ভারতের টি ২০ দলের প্রথম একাদশে স্থান নিশ্চিত করার চেষ্টা চালাবেন। নিউজিল্যান্ডের মাটিতে শ্রেয়স আইয়ারের টি ২০ পরিসংখ্যান বেশ ভালো। সেখানে ৫ ম্যাচে ৫১ গড়ে ১৫৩ রান করেছিলেন তিনি।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
Squad for NZ T20Is : (IND vs NZ 2022)
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.