
IND vs NZ 2022 – শুক্রবারে অকল্যান্ডে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড। ইতিমধ্যে সেই ম্যাচের প্রস্তুতি নিতে নেমে পড়লো শিখর ধাওয়ান’রা। জার্নালিস্ট বিমল কুমার ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে ওডিআই সিরিজের প্রস্ততি নিতে দেখা গেছে ভারতীয় দলকে।
নেটে সতীর্থদের প্রস্তুতি নেওয়াটা খুবই গড় দিয়ে দেখছেন ধাওয়ান। অলরাউন্ডার দীপক চাহার এবং ওয়াশিংটন সুন্দর অনেকটা সময় ব্যাট প্রাক্টিস করতে দেখা গেছে। (IND vs NZ 2022)
লম্বা সময় নেট প্রাক্টিস করেছেন সঞ্জু স্যামসন। তারপর থ্রোডাউন স্পেশালিস্টের সাথে পরামর্শ নিতে দেখা গেছে। সফরের সহ অধিনায়ক ঋষভ পন্ত। তাই এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু’কে খেলার সুযোগ দেন কিনা। শুভমান গিল অনেক সময় নক করেন, তিনি ওপেন করবেন ধাওয়ানের সাথে। (IND vs NZ 2022)
রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র’রা বিশ্রামে আছেন, ফলে নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে সুযোগ পেয়েছেন যুব ক্রিকেটারেরা।সামনের বছরের ওডিআই বিশ্বকাপ, শুভমান গিলের কাছে এখন সুযোগ আছে নিজেকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করার।
আরও পড়ুনঃ IPL 2023 : “ক্যাপ্টেন্সি হারানোর ভয় পাইনা” : শিখর ধাওয়ান
T20Is ✅
— BCCI (@BCCI) November 23, 2022
ODI Mode 🔛#TeamIndia | #NZvIND pic.twitter.com/RtJXYcNbAp
মিডল অর্ডারে স্যামসন, শ্রেয়স, সূর্য কুমার নিজেকে প্রমান করার সুযোগ পাবেন। উমরান মালিকের কাছে ওডিআই তে নিজেকে তুলে ধরার সুযোগ থাকছে।
India’s Squad for New Zealand ODIs : Shikhar Dhawan (C), Shubman Gill, Deepak Hooda, Suryakumar Yadav, Shreyas Iyer, Rishabh Pant (VC and WK), Sanju Samson (WK), Washington Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ফের চোটের থাবা ফ্রান্স শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার