চলতি ভারত – নিউজিল্যান্ড (IND vs NZ 2022) ওডিআই সিরিজে দেশকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। প্রথম ম্যাচেই ওপেন করতে নেমে ৭২ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। পাশাপাশি প্রথম উইকেটে শুভমান গিলের সাথে জোড়েন ১২৪ রান।
সিরিজের (IND vs NZ 2022) প্রথম ম্যাচ শুরু’র আগে ধাওয়ানের প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে যে যতোটা প্রশংসা পাওয়ার দাবি রাখেন ধাওয়ান, সেটা কখনোই পাননি তিনি।
Prime Video তে প্রি ম্যাচ কভারেজ চলাকালীন রবি শাস্ত্রী বলেছেন,
“শিখর ধাওয়ান খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। যতোটা প্রশংসা পাওয়ার দাবী রাখেন সেটা কখনও পাননি। সব সময় রোহিত শর্মা, বিরাট কোহলির উপর সমস্ত স্পটলাইট থাকে। কিন্তু শিখর ধাওয়ানের ওডিআই রেকর্ড দেখবেন, বড়ো দলের বিরুদ্ধে তার বেশ কিছু ইনিংস দেখবেন। অবিশ্বাস্য সব রেকর্ড।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপ শেষ নেইমারের ? জবাব দিলেন ব্রাজিল কোচ তিতে
সব সময় টপ অর্ডারে একজন বা হাতি ব্যাটার ফারাক গড়ে দেন। ধাওয়ান স্ট্রোক প্লেয়ার। পেসার দের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্যে সমস্ত শট হাতে মজুদ আছে তার, পুল, কাট, ড্রাইভ। ব্যাটে বল আসলে খেলতে পছন্দ করে, সিরিজে ওর অভিজ্ঞতা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে একঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। কিন্তু ওডিআই’তে ধাওয়ানের অভিজ্ঞতাটা খুবই দরকার।”
প্রসঙ্গত,চলতি ওডিআই’তে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৫০ রান তুলেছে ভারত।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।ধাওয়ান (৭২),শ্রেয়স আইয়ার (৮০),শুভমান গিল (৫০) সকলেই দারুণ খেলেছিলেন,১৬ বলে অপরাজিত ৩৭* রানের জোড়ালো ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : সঞ্জু’কে চোখ ধাঁধানো ক্যাচে ফেরান গ্লেন ফিলিপস, দেখুন ভিডিও