IND vs NZ 2022 – ভারতীয় ক্রিকেটারদের বিদেশের ক্রিকেট লিগে খেলার প্রয়োজন নেই। এমনটাই সাফ জানিয়েছেন প্রাক্তন ভারত কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর বক্তব্য,
“আমাদের নিজেদের দেশের উপর ফোকাস ধরে রাখা উচিত, বিদেশের ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে মাথা না ঘামালেও চলবে।” – এমনটাই বলেছেন ভারতের প্রাক্তন কোচ। এক্ষেত্রে দেশের বর্তমানে কোচ রাহুল দ্রাবিড়ের মতে সুর মেলালেন তিনি।
ভারতের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ব্যর্থতার পর একাংশ ক্রিকেট বিশেষজ্ঞ’রা রোহিত কোহলি’দের কে বিদেশের ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে খেলার পরামর্শ দিয়েছেন। তাদের বক্তব্য, যেহেতু বিগ ব্যাশ অথবা দ্য হ্যান্ড্রেডের মতো ফ্রাঞ্চাইজি লিগ গুলো’তে খেলেনা ভারতীয় সমর্থক’রা, তাই বাকি দেশের তুলনায় বিদেশের মাঠে কম খেলার অভিজ্ঞতা তাদের ভোগান্তির কারণ হয়ে দাড়াচ্ছে। (IND vs NZ 2022)
অ্যাডিলেডে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর রাহুল দ্রাবিড় বলেছিলেন বেশ কিছু ইংল্যান্ডের ক্রিকেটারেরা বিগ ব্যাশে খেলার অভিজ্ঞ কাজে লাগিয়ে ম্যাচ থেকে ফায়দা তুলেছে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের পক্ষে এই সমস্ত ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করার সুযোগ মিলবেনা, কারণ অধিকাংশ বিদেশী লিগ গুলো চলাকালীন ভারতের ডোমেস্টিক ক্রিকেটের বেশ কিছু টুর্নামেন্ট চলে। এর ফলে ভারতীয় ক্রিকেটারদের খেলা সম্ভব নয় বলেই জানিয়েছিলেন ভারত কোচ। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মেসিকে দেখতে কাতারে জন বিস্ফোরণ ভারতীয়দের, দেখুন ভিডিও
“ভারতে প্লেয়ারদের কাছে প্রতি বছর প্রচুর পরিমাণ ঘরোয়া ক্রিকেট খেলার সূযোগ থাক। এছাড়া ভারতের ‘এ’দল সফর করে প্রায়শই। ভবিষ্যতে হয়তো একসাথে দুটো ভারতীয় দলকে খেলতে দেখবো আমরা। হয়তো তখন একটা দল দেশে খেলছে, আরেকটা দল খেলবে বিদেশের মাটিতে।” Amazon Prime Video তে আলোচনা করা কালীণ এমনটাই বলেছেন রবি শাস্ত্রী।
সাম্প্রতিক বছর গুলো’তে অনেক বেশি সফরে যাচ্ছে ভারতের ‘এ ‘ দল গুলো, ভবিষ্যতে আরো যাবে, এছাড়া ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, আইপিএল খেলে ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের যথেষ্ট সমৃদ্ধ করে ফেলছে বলেই মত রবি শাস্ত্রীর। তাই বিদেশের লিগে তাদের খেলার কোনও দরকার নেই। (IND vs NZ 2022) তিনি আরও বলেন,
“ভারতীয় ক্রিকেটারদের বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলার প্রয়োজন নেই। তারা আইপিএল খেলুক, ডোমেস্টিক ক্রিকেটে ফোকাস করুক।”