IND vs NZ 2022 – নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে ভারতের কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ ভিভিএস লক্ষণ। সদ্য টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের কাছে হেরেছে বিদায় নিয়েছে ভারত। এরপর আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত কোচ রাহুল দ্রাবিড়’কে।
নিউজিল্যান্ড সফরে (IND vs NZ 2022) ভারতের টি ২০ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। শিখর ধাওয়ান নেতৃত্ব দেবেন ওয়ানডে সিরিজে।
ভারতীয় ক্রিকেট দলের একাধিক সিনিয়র ক্রিকেটার যেমন অধিনায়ক রোহিত শর্মা, সিনিয়র ব্যাটার বিরাট কোহলি এবং সহ অধিনায়ক কে এল রাহুল’কে এই সিরিজের (IND vs NZ 2022) থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এনারা প্রত্যেকেই প্রত্যাবর্তন করবেন ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে। আগামী মাসে সাকিবদের দেশে ৩ টি ওয়ানডে এবং ২ টো টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল।
PTI কে BCCI সূত্র জানিয়েছে,
“নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন লক্ষণ। ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন ঋষিকেশ কানিতকর এবং বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে।”
🚨 NEWS ALERT 🚨
— Sportskeeda (@Sportskeeda) November 11, 2022
NCA head VVS Laxman will be India’s acting head coach for the upcoming white-ball tour of New Zealand as Rahul Dravid and his coaching staff have been given a break post the T20 World Cup. #India #TeamIndia #NZvIND #CricketTwitter pic.twitter.com/XZy9fYMDG2
My next captain would be Hardik Pandya, says @harbhajan_singh #BattleOfChampions #IndVsEng| @NikhilNaz pic.twitter.com/yA3zdiRUB6
— IndiaToday (@IndiaToday) November 10, 2022
Wonderful work by the support staff to keep the ODI team in top shape during the series against South Africa! Three matches in six days was quite a challenge but everyone responded superbly, my sincere thanks to the team. #SAvIND pic.twitter.com/DL9EUfMMNe
— VVS Laxman (@VVSLaxman281) October 12, 2022
এর আগে ভিভিএস লক্ষণ জিম্বাবোয়ে সফরে সাদা বলের সিরিজে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ভারতের কোচের পদ সামলেছিলেন। (IND vs NZ 2022)
লক্ষণের কোচিংয়ে ভারত জিম্বাবোয়ে’কে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছিলো, এরপর সাউথ আফ্রিকা’কে ২-১ ব্যবধানে হারায় টি ২০ সিরিজে। এবার তার কাছে বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে নিউজিল্যান্ড সফরে এই সাফলতার রেশ ধরে রাখা।
আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
নিউজিল্যান্ডের মাটিতে শেষ বার ওয়ানডে সিরিজ খেলার অভিজ্ঞতা ভালো নয় ভারতের। ২০১৯-২০ মরশুমে কিউয়ি’দের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। ধাওয়ান নেতৃত্বাধীন ভারতের কাছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ২৯ শে নভেম্বর। IND vs NZ 2022)
Squad for NZ T20Is:
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
Squad for NZ ODIs:
Shikhar Dhawan (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বিদেশের টি ২০ লিগে রোহিতদের খেলা উচিত কি, জবাব দিলেন রাহুল দ্রাবিড়