IND vs NZ 2022 – ভারতের টি ২০ দলে উইকেট কিপার – ব্যাটার হিসেবে ঋষভ পন্তকে সরিয়ে সঞ্জু স্যামসন’কে খেলানো উচিত বলে মনে করেন ওয়াসিম জাফর।
সম্প্রতি টি ২০ ক্রিকেটে একেবারেই ছন্দে নেই ঋষভ পন্ত। তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে (IND vs NZ 2022) ওপেন করতে পাঠিয়েও বিশেষ একটা লাভ হয়নি ভারতের।
বছর চুয়াল্লিশের প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের মতে যতোই সঞ্জু স্যামসনের ওয়ানডে দলে জায়গা অনিশ্চিত থাকুক, কিন্তু তার টি টোয়েন্টি দলে ধারাবাহিক ভাবে সুযোগ পাওয়া উচিত বলেই মনে করেন তিনি। (IND vs NZ 2022)
ESPNCricinfo তে আলোচনা চলাকালীন এবিষয় ওয়াসিম জাফর বলেছেন,
“আমার মনে হয় টি টোয়েন্টি দলে পন্তের তুলনায় স্যামসন’কে অগ্রাধিকার দেওয়া উচিত। ঋষভ পন্ত মিডল অর্ডারে অধারাবাহিক, সেটা ইতিমধ্যে দেখেছি আমরা। ওকে ওপেনার হিসেবে খেলিয়েও বিশেষ লাভ পাইনি ভারত। টি টোয়েন্টিতে আরও বেশি পরিমাণে স্যামসনের সুযোগ পাওয়া উচিত। ওডিআইতে টিম ম্যানেজমেন্টের সঞ্জু’কে বসিয়ে একজন অলরাউন্ডার’কে সুযোগ দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের (IND vs NZ 2022) একটিও ম্যাচে খেলার সুযোগ পায়নি সঞ্জু স্যামসন। ডান হাতি এই ভারতীয় উইকেট কিপার – ব্যাটার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেও, দ্বিতীয় ম্যাচে দীপক হুডার জন্যে জায়গা ছাড়তে হয় তাকে।
আরও পড়ুন : IND vs NZ 2022 : অর্শদীপ সিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ ব্রেট লি
Sanju Samson helping the ground staff during the rain break. pic.twitter.com/S0jclxNuSH
— Johns. (@CricCrazyJohns) November 27, 2022
তবে ঋষভ পন্তের ৫০ ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত বলেই মনে করেন ওয়াসিম জাফর। এই নির্দিষ্ট ফর্ম্যাটে দারুণ খেলেন পন্ত। পন্তকেই ওডিআই দলের উইকেট কিপার – ব্যাটার হিসেবে ভেবে চলা উচিত বলে মনে করেন ওয়াসিম জাফর, বলেছেন,
“ঋষভ পন্তের ওডিআই ফর্ম খুব ভালো এখন। এই ফর্ম্যাটে প্রায় পঞ্চাশের কাছে গড় ওর। এই কারণে সঞ্জু স্যামসনের বদলে টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্তের উপর ভরসা রাখছে। আমার মনে হয় পন্ত’ই ওডিআই দলের পছন্দ হিসেবে ভাবা উচিত।”
নিউজিল্যান্ড সফরে (IND vs NZ 2022) ব্যাট হাতে বিশেষ কিছু’ই করতে পারেননি ঋষভ পন্ত। দুটো টি টোয়েন্টি ম্যাচে ১৭ রান করেছিলেন তিনি ৯৪.৪৪ স্ট্রাইক রেটে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ২৩ বলে ১৫ রান করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : সূর্য কুমার যাদবের মতো ব্যাটার তৈরী করা সম্ভব নয়, দাবী ভারতের ব্যাটিং কোচের