IND vs NZ 2022 – বৃষ্টির জেরে রোববার ভেস্তে গেছে ভারত – নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ভারতের ওপেনার শুভমান গিল জানিয়েছেন দেশের হয়ে খেলতে পাওয়া সুযোগ গুলো’কে কাজে লাগাতে চান তিনি।
মোট ১২.৫ ওভারের খেলা হয়েছে এদিন,ব্যাট করে ১ উইকেটে ভারত তুলেছিলা ৮৯ রান। শুভমান গিল ৪২ বলে ৪৫* রান করে অপরাজিত ছিলেন, ২৫ বলে ৩৪* রান করে অপরাজিত ছিলেন সূর্য কুমার যাদব। (IND vs NZ 2022)
পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে শুভমান বলেছেন,
“এখনও ২০২৩ সালের বিশ্বকাপে খেলা নিয়ে কিছু ভাবছিনা আমি। এখন আমার পুরোপুরি ফোকাস দেশের হয়ে খেলতে পারার সুযোগ গুলোর উপর পুরোপুরি ফোকাস রাখা। দেশের জন্য বড়ো স্কোর করতে চাই। এটাই আমার চলতি সিরিজের’ও পরিকল্পনা।”
চলতি বছর ১১ টা ওয়ানডে ম্যাচ খেলেছেন শুভমান গিল। সেখানে ৭৮.১২ গড়ে তিনি করেছেন ৬২৫ রান। করেছেন একটি সেঞ্চুরি, চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১৩০ রান। এদিন বারবার বৃষ্টি এসে থমকে দিয়েছিলো ম্যাচ, তার জন্যে পরিকল্পনা মাফিক খেলা যায়নি বলেই জানিয়েছেন গিল। (IND vs NZ 2022)
এই মুহুর্তে অবিশ্বাস্য ছন্দে আছেন সূর্য কুমার যাদব।সূর্যের সাথে ম্যাচে ব্যাট করে ভীষণ উপভোগ করেছেন গিল,বলেছেন,
“সূর্য কুমার যাদবের সাথে ব্যাটিং করাকালীন কোনও কিছু বলার প্রয়োজন হয়না। এতো ভালো ব্যাট করে।”
আরও পড়ুন : IND vs NZ 2022 : “প্রথম ম্যাচের ব্যর্থতার কোনও প্রভাব ফেলতে দেয়নি নিজের উপর” – সূর্যের প্রশংসা করলেন রবি শাস্ত্রী
ম্যাচে (IND vs NZ 2022) টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪.৫ ওভারের পর বিনা কোনও উইকেট হারিয়ে ২২ রান তুলেছিলো ভারত। এরপর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে খেলা শুরু হলে ওভারের পরিমাণ কমে দাড়ায় ২৯ -এ।
এরপর খেলা শুরু হলে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি তুলে নেয় শিখর ধাওয়ানের উইকেট। মাত্র ৩ রান করে আউট হয়ে যান ধাওয়ান। তারপর দ্বিতীয় উইকেটে শুভমান গিল এবং সূর্য কুমার যাদব মিলে জোড়েন ৬৬ রান। এরপর বৃষ্টি শুরু হলে আর থামার নাম নেই। ম্যাচ বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। আগামী বুধবার ক্রাইস্টচার্চে খেলা হবে সিরিজের (IND vs NZ 2022) ওয়ানডে ম্যাচ।
সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারত’কে ৭ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউয়িরা ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিজে। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০৬ রান তোলে ভারত, হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২) এবং শুভমান গিল (৫০)। নিউজিল্যান্ডের তরফে তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং টিম সাউদি।
ভারতের দেওয়া ৩০৭ রান তাড়া করতে নেমে একটা সময় নিউজিল্যান্ডের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৩ উইকেটে ৮৮ রান। এরপর চতুর্থ উইকেটে টম ল্যাথাম (১৪৫*) এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৯৪*) ২২১ রান জুড়ে ম্যাচ বের করেন। ভারতের তরফে অভিষেক ম্যাচে ২ উইকেট নেন উমরান মালিক।
এর আগে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো। এরপর দ্বিতীয় ম্যাচ ৬৫ রানে জিতেছিলো ভারত, সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব (১১১), ৪ উইকেট নেন দীপক হুডা। তৃতীয় টি টোয়েন্টি বর্ষার জেরে ভেস্তে গেছিলো, ম্যাচে ১৬১ রানতাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিলো ৪ উইকেটে ৭৫ রান, ৯ ওভার শেষে।
আরও পড়ুন : IND vs NZ 2022 : পন্ত’কে বসানো হোক এবার, বললেন বিশ্বকাপ জয়ী ভারতের তারকা