IND vs NZ 2022 – টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, সূর্য কুমার যাদব, যুজবেন্দ্র চাহাল’রা সরাসরি পৌঁছে গেছে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে। দলের বাকি সদস্য এবং কোচিং স্টাফ সোমবার পৌঁছে যাবে নিউজিল্যান্ডে। মঙ্গলবার থেকে শুরু হবে পুরো দমে অনুশীলন। তার আগে জিমে গা ঘামানো শুরু করেছে চাহাল’রা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে (IND vs NZ 2022) দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ভারত। এছাড়া টি ২০ বিশ্বকাপ দলের হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, সূর্য কুমার যাদব, যুজবেন্দ্র চাহাল’রা আছেন স্কোয়াডে।
টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের রেশ কাটিয়ে হার্দিক’রা ১৮ ই নভেম্বর থেকে শুরু হতে চলা এই টি ২০ সিরিজের (IND vs NZ 2022) প্রস্তুতি নেওয়া শুরু করবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শিখর ধাওয়ানের নেতৃত্বে।
সোমবার ধাওয়ান এবং ভিভিএস লক্ষণ নেতৃত্বাধীন কোচিং স্টাফ নিউজিল্যান্ডে পৌঁছে যাচ্ছে। বিশ্রাম দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়’কে। তাই গোটা নিউজিল্যান্ড সফরে ভিভিএস লক্ষণের নেতৃত্বে কোচের পদ সামলাবেন মুনীশ বালি, সাইরাজ বাহুতুলে এবং ঋষিকেশ কানিতকর’রা।

IND vs NZ 2022 : Indian team members start training for their upcoming series against New Zealand
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : বাটলার’রা টি ২০ বিশ্বকাপ জিততেই অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

IND vs NZ 2022 : Indian team members start training for their upcoming series against New Zealand
দ্রুত নিউজিল্যান্ডের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো টাই চ্যালেঞ্জ এখন হার্দিক’দের কাছে। অস্ট্রেলিয়ার তুলনায় নিউজিল্যান্ডে আরও বেশি পরিমাণ স্যুইং থাকবে।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
Squad for NZ T20Is : (IND vs NZ 2022)
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.