
IND vs NZ 2022 – তিরাশি বা এগারোর পঞ্চাশ ওভারে বিশ্বকাপ হোক, বা ২০০৭ এর টি ২০ বিশ্বকাপ, প্রতি বার ভারতের চ্যাম্পিয়ান হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একজন অলরাউন্ডার। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন নির্বাচক এবং ক্রিকেটার কৃষ শ্রীকান্ত।
১৯৮৩ তে ছিলো কপিল দেব, মোহিন্দর অমরনাথ, ২০০৭, ২০১১ তে যুবরাজ সিংয়ের উপস্থিতি ভারতীয় দলকে দারুণ ভারসাম্য দিয়েছিল বিশ্বকাপে। শ্রীকান্তের মতে এমন আরো অলরাউন্ডার তুলে আনা উচিত ভারতের, যারা ব্যাট এবং বল, দুটোই ভালো করেন। (IND vs NZ 2022)
Star Sports এর আলোচনায় শ্রীকান্ত বলেছেন,
“১৯৮৩, ২০১১ সালের বিশ্বকাপ, ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ, আমরা কেনো জিতেছিলাম জানেন ? কারণ আমাদের দলে একাধিক ফাস্ট বোলিং অলরাউন্ডার, সেমি অলরাউন্ডার ছিলো দলের। তাই ভারতের আরো বেশি পরিমাণে অলরাউন্ডার খুঁজে বের করা উচিত, হুদার মতো আরও ক্রিকেটার বাছাই করুক ভারত।”
India needs to groom proper all rounders who can bat in the top 5 in the white ball formats.
— Rayhaan (@Cricket_Savant) October 6, 2022
প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
Squad for NZ T20Is : (IND vs NZ 2022)
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : রোহিতদের ছাড়াও ভালো খেলতে পারে ভারত, তা করে দেখাক পান্ডিয়ারা, চান গাভাস্কার