IND vs NZ 2022 – টি টোয়েন্টি ক্রিকেট বাকি ক্রিকেটের ফর্ম্যাটের তুলনায় এখনও বেশ নবীন। এখনও এই ফর্ম্যাটের চাহিদা সম্পর্কে অনেকাংশে ধারণা স্পষ্ট হয়ে ওঠেনি বিশ্বের প্রতিটি দলের কাছে। আসলে এই ফর্ম্যাটে সাফলতা পাওয়ার জন্য একটা স্বচ্ছ ধারণা স্পষ্ট থাকা জরুরি। (IND vs NZ 2022)
প্লেয়ার চিনে বাছাই করে প্রথম একাদশে বাছাই করা, তাদের দলে সুযোগ দেওয়া নিয়মিত ভাবে, কোনও রকম ব্যর্থতার কথা মাথায় রেখে। কারণ ফর্মের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতেও হবে। এই সব বিষয় গুলো মাথায় রেখে দীনেশ কার্তিক বলেছেন, টি টোয়েন্টি ক্রিকেটে, একটু বেশি পরিমাণে স্পেশালিস্ট ক্রিকেটারের প্রয়োজন আছে এরপর থেকে। (IND vs NZ 2022)
“এখন এমন একটা সময় উপস্থিত হয়েছি আমরা, যেখানে টেস্ট স্পেশালিস্টের মতো টি ২০ ক্রিকেটেও স্পেশালিস্ট ক্রিকেটারের প্রয়োজন আছে আমাদের। আমার মনে হয় ভারতীয় ক্রিকেটেও এই বিষয়টার আমদানি হয়েছে ইতিমধ্যে। আমার মনে হয়না এখন এই ব্যাপারে নয়া নয়া প্লেয়ারদের খেলানো হচ্ছে বলে আইসিসির টুর্নামেন্টে অসফল আমরা, কারণ এর আগেও আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিইনি, তখনও কিন্তু আইসিসির টুর্নামেন্টে সাফলতা পাইনি।”
প্রসঙ্গত, টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার রেশ ঝেড়ে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে, সেখানে উইলিয়ামসনের দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ (IND vs NZ 2022) খেলতে।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : বর্ষার চোখরাঙানির মাঝে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে তাউরাঙ্গা পৌঁছে গেলো ভারত
Group stage done ✅
— DK (@DineshKarthik) November 6, 2022
On to the knockouts ➡️#INDvsZIM pic.twitter.com/dUoqmlhnUQ
শনিবার তাউরাঙ্গা পৌঁছে গেলো ভারতীয় ক্রিকেট দল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে। রোববার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শুক্রবার ওয়েলিংটনে সিরিজের (IND vs NZ 2022) প্রথম টি ২০ ম্যাচ ভেস্তে গেছিলো। রোববার’ও বৃষ্টির জেরে দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে বিরাট।
India Squad for NZ T20Is : (IND vs NZ 2022)
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
আরও পড়ুনঃ MS Dhoni : রুতুরাজ, কেদার যাদবদের সাথে নতুন গাড়ি নিয়ে সফরে বেড়োলেন ধোনি, ভাইরাল হলো ভিডিও