হ্যামিলটনে সিরিজের (IND vs NZ 2022) দ্বিতীয় ওডিআই ম্যাচে খেলতে নামার আগে শিখরদের সাবধান করলেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচ তাই কার্যত ‘ডু অর ডাই’ এর মতো পরিস্থিতি ‘মেন ইন ব্লু’র কাছে। সেই ম্যাচে যতো তাড়াতাড়ি সম্ভব টম ল্যাথামের উইকেট তুলে নেওয়ার পরামর্শ দিলেন ওয়াসিম।
সিরিজের (IND vs NZ 2022) প্রথম ওডিআই ম্যাচে ১০৪ বলে অপরাজিত ১৪৫* রান করেছিলেন ল্যাথাম। ইনিংসে ছিলো পাঁচটি ছক্কা ১৯ টি চার। এদিন এই বাঁ হাতি ব্যাটার ভারতীয় বোলারদের কোনও সুযোগ দেননি তাকে আউট করার।
ম্যাচে দারুণ ইনিংস খেলার পাশাপাশি দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে জুঁটিতে চতুর্থ উইকেটে অপরাজিত ২২১* রান জুড়েছিলেন তিনি। ৭ উইকেটে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ভারত সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ Anurag Thakur : কোনও দেশের পক্ষে ভারত’কে উপেক্ষা করা সম্ভব নয়, রামিজ’কে কড়া বার্তা অনুরাগ ঠাকুরের
4.3 – Tom Latham (@BLACKCAPS) hit a boundary once every 4.3 balls in an innings of 145 today; since 2007, only two New Zealand players to score a century in men's ODIs have logged a more frequent rate (C Anderson – 2.4 v WI, 1 Jan 2014 & J Ryder – 3 v WI, 1 Jan 2014). Attack. pic.twitter.com/WM01DSqY9N
— OptaJason (@OptaJason) November 25, 2022
EspnCricinfo কে এব্যাপারে বক্তব্য রাখাকালীণ ওয়াসিম বলেছেন,
“ভারতীয় বোলারদের বোলিং করার সময় লাইন এবং লেংথের দিকে নজরদাড়ির প্রয়োজন আছে। যাতে তারা ল্যাথামের মতো ক্রিকেটারকে তাড়াতাড়ি আউট করতে পারে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ও। ভারতকে অবশ্যই ওর উইকেট তুলে নিতে হবে, যদি ম্যাচে জিততে হয়।”
বাঁ হাতি এই ব্যাটার ভারতের বিরুদ্ধে বরাবর ভালোই খেলেন। ৯৮.৯৫ গড়ে ১৭ ইনিংসে ৮৪৬ রান করেছেন তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২০২২ সালে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছেন ৫৫.৮০ গড়ে।
আরও পড়ুনঃ Virat Kohli : অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি ? আতঙ্কে ভুগছেন ফ্যানেরা