
এবার নিউজিল্যান্ডে (IND vs NZ 2022) টি ২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা, কে এল রাহুল’রা বিশ্রাম নেওয়ায় এই সফরে হার্দিক পান্ডিয়া’কে ক্যাপ্টেন করা হয়েছিল। গুজরাট টাইটান্সকে এবারের আইপিএল জয়ের পথ দেখিয়েছিলেন হার্দিক, অলরাউন্ড ভুমিকা পালন করার পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে দারুণ প্রশংসিত হয়েছিল হার্দিক। সফরে সহ অধিনায়ক করা হয়েছিল ঋষভ পন্ত’কে।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছে ভারত। বৃষ্টি বিঘ্নিত সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছিলো ভারত ১-০ ফলাফলে। নিউজিল্যান্ড ছাড়ার আগে উইলিয়ামসনদের টিমের বাস ড্রাইভারকে নিজের সই করা জার্সি উপহার দিয়েছিলেন হার্দিক, শুধু হার্দিক নন, ভারতীয় দলের বাদবাকি ক্রিকেটারেরা’ও সই দিয়েছেন সেই জার্সিতে। (IND vs NZ 2022)
সংশ্লিষ্ট তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের (IND vs NZ 2022) প্রথম ম্যাচ ভেস্তে গেছিলো বৃষ্টির জন্যে। এর পরের টি টোয়েন্টি ম্যাচে ১৯১ রান তোলে ভারত, পরে নিউজিল্যান্ড ১২৬ রানে অল আউট হয়ে যায়। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ, বর্ষার প্রভাবে টাই হয়ে যায়।
হার্দিক পান্ডিয়া দেশে ফিরে এসেছেন টি টোয়েন্টি সিরিজের (IND vs NZ 2022) পর। বর্তমানে ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান, ধাওয়ানের নেতৃত্বে ইতিমধ্যে প্রথম ম্যাচ হেরে গেছে ভারত, ম্যাচে ৩০৭ রান টার্গেট দিলেও ডিফেন্ড করতে পারেনি ধাওয়ান’রা। টম ল্যাথাম অপরাজিত ১৪৫* রানের ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখায়।
Hardik Pandya gifts his signed jersey to the bus driver. Great gesture by Hardik! pic.twitter.com/uHcIg154pD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 26, 2022
এরপর ডিসেম্বর মাসে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই সিরিজেও খেলবেন না হার্দিক। এবছর আর কোনও রকম ক্রিকেট খেলবেন না হার্দিক, আগামী বছর জানুয়ারি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলতে দেখা যাবে তাকে। এরপরও রোহিত শর্মা অথবা কে এল রাহুল বিশ্রাম নিলে হার্দিক পান্ডিয়া’কে ভারতের টি২০ দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : ওয়ানডের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট’ও মিস করবেন রবীন্দ্র জাদেজা