
IND vs NZ 2022 – মাউন্ট মানগানুইতে সূর্য কুমার যাদবের অপরাজিত ১১১ * রানের ইনিংস এবং দীপক হুডার নেওয়া ৪ উইকেটের নির্ভর করে রোববার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে জিতে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগোলো ভারত। শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচ টা ভেস্তে গেছিলো বৃষ্টির জন্য।
৫১ বলে ১১১* রান করেছেন সূর্য, ইশান করেছেন ৩১ বলে ৩৬ রান। দারুণ বোলিং করেছেন দীপক হুডা, মাত্র ১০ রান দিয়ে মিচেল, মিলনে, সোধি, সাউদির উইকেট তুলে নেন তিনি। (IND vs NZ 2022)
১৯২ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিন অ্যালেনকে (০) খালি হাতে ফেরালেন ভুবনেশ্বর কুমার। এরপর ব্যাট করতে নামেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসনকে বিশ্বকাপের বিপর্যয়ের পর এদিন বেশ ছন্দে দেখিয়েছে, তিনি ওয়াশিংটন সুন্দরের একটি ওভারে ১৭ রান তোলেন, মারেন ব্যাক টু ব্যাক ছক্কা। এরপর দারুণ প্রত্যাবর্তন করেন সুন্দর ২১ বলে ২৫ রান করা ডেভন কনওয়েকে। (IND vs NZ 2022)
ব্যাট করতে এসেই চার মেরে দারুণ শুরু’র ইঙ্গিত দেন গ্লেন ফিলিপস। কিন্তু বেশি সময় টিকতে পারেননি তিনি। ৬ বলে ১২ রান করে আউট হন চাহালের বলে। ওই সময় নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭০ রান। ব্যাট করতে আসেন ড্যারিল মিচেল। ভারতীয় বোলাররা এদিন মারাত্মক চাপে ফেলে দিয়েছিলো নিউজিল্যান্ডের ব্যাটার’দের। কিছুতেই চালিয়ে খেলার সুযোগ দিচ্ছিলেন না। কিউয়িদের সমস্যা বাড়ান দীপক হুডা, মিচেলের উইকেট নিয়ে। ক্রিজে এসে খালি হাতে ফিরে যান জিমি নিশ্যাম’ও (০)। (IND vs NZ 2022)
A convincing victory for #TeamIndia as they beat New Zealand by 65 runs with 7 deliveries to spare.
— BCCI (@BCCI) November 20, 2022
India lead the series 1-0.
Scorecard – https://t.co/mIKkpD4WmZ #NZvIND pic.twitter.com/BQXGGGgbx5
Deepak Hooda is our Top Performer from the second innings for his brilliant bowling figures of 4/10 in 2.5 overs.
— BCCI (@BCCI) November 20, 2022
A look at his bowling summary here 👇👇#NZvIND pic.twitter.com/DiKpeIFyOn
A well deserved Player of the Match award for @surya_14kumar as #TeamIndia win by 65 runs in the 2nd T20I 👏👏
— BCCI (@BCCI) November 20, 2022
Scorecard – https://t.co/OvmynDiyd8 #NZvIND pic.twitter.com/TuYSRsIIgQ
বাড়তে থাকা রান রেটের চাপ কমাতে এরপর বেশ কয়েকটা বাউন্ডারি মারেন উইলিয়ামসন। ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি এদিন। যতো সময় উইকেটে ছিলো ততক্ষন জেতার আশা ছিলো নিউজিল্যান্ডের, সিরাজ তার উইকেট ফেলতে কার্যত ম্যাচ হেরে যায় বলা চলে, ৫২ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামসন। রপর ইনিংসের ১৯ তম ওভারে জ্বলে ওঠেন দীপক হুডা, সোধি, সাউদি, মিলনের উইকেট তুলে নেন তিনি। ফলে ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ১৮.৫ ওভারে। ভারত ম্যাচ জেতে ৬৫ রানে।
এর আগে সূর্যর বিধ্বংসী ইনিংস এবং ইশান কিষাণের দায়িত্ব শীল ইনিংস ম্যাচে ভারতকে ৬ উইকেটে ১৯১ রান তুলতে সাহায্য করেছিলো। পান্ডিয়া, হুডা এবং ওয়াশিংটন সুন্দরের উইকেট নিয়ে কেরিয়ারের দ্বিতীয় টি ২০ হ্যাটট্রিক করেন অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি। দুটো উইকেট তুলে নিলেও, বেশ ধোলাই খেয়েছেন লকি ফার্গুসন, ৪ ওভারে ৪৯ রান দেন তিনি।
ম্যাচে টসে জিতে ভারত’কে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম ৫ ওভারে ৩৬ রান তোলে ইশান -পন্ত জুঁটি। এরপর সূর্য কুমার যাদব মাঠে আসতেই বদলে যায় ম্যাচের রং। ওভার সাতেক খেলা চলার পর বৃষ্টির জেরে বন্ধ হয় ম্যাচ। (IND vs NZ 2022)
বৃষ্টির পর খেলা শুরু হলে ধাক্কা খায় ভারত, ৩১ বলে ৩৬ রান করা কিষাণের উইকেট পরে যায়। ব্যাট করতে আসেন শ্রেয়স আইয়ার, দশ ওভার শেষে ভারত স্কোর হয়ে দাড়ায় ২ উইকেটে ৭৫ রান।
এরপর শ্রেয়স এবং সূর্য কুমার যাদব মিলে স্কোরবোর্ডে ভারতকে একশো রানের গন্ডি পেরোতে সাহায্য করে। সূর্যের সাথে জুঁটিতে ২১ বলে ৩৯ রান জুড়ে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। ৯ বলে ১৩ রান করে হিট উইকেট হন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। মাঠে নামেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। (IND vs NZ 2022)
১৬ নম্বর ওভারে ৩২ বলে হাফ সেঞ্চুরি করে ফেরেন সূর্য কুমার। এটা ছিলো তার ১৩ নম্বর টি টোয়েন্টি হাফ সেঞ্চুরি। (IND vs NZ 2022)
সাউদি, ফার্গুসন কাউকেই এদিন পাত্তা দেননি তিনি। ৪৯ বলে করে ফেলেন সেঞ্চুরি। পেনাল্টিমেট ওভারে পান্ডিয়া, হুডা এবং সুন্দরের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করে ফেলেন সাউদি। ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানে থামে ভারত। দুর্ধর্ষ সেঞ্চুরির ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন সূর্য কুমার যাদব। আগামী মঙ্গলবার নেপিয়ারে দুপুর ১২ টা সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ SL vs AFG : শ্রীলঙ্কার ওডিআই সফরের দল ঘোষণা করলো আফগানিস্তান