
IND vs NZ 2022 – বে ওভালে রোববার সূর্যের ঝোড়ো সেঞ্চুরি উপর নির্ভর করে নিউজিল্যান্ড’কে ৬৫ রানে হারিয়ে দিয়েছে ভারত। ১১টি চার এবং সাতটি ছক্কা মেরে ৫১ বলে অপরাজিত ১১১* রানের ইনিংস খেলেন সূর্য।
বর্তমানে আইসিসির এক নম্বর টি ২০ ব্যাটার সূর্য। গত একবছর ধরে ফর্মের তুঙ্গে আছেন তিনি। এদিন ম্যাচের (IND vs NZ 2022) শেষে বলেছেন,
“টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করাটা সবসময় বিশেষ একটা ব্যাপার। তবে উইকেটে শেষ পর্যন্ত টিকে থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটিং করার সময় আমি হার্দিক সেটাই আলোচনা করছিলাম। ১৮-১৯ ওভার ব্যাট করার লক্ষ্য নিয়ে খেলছিলাম, সেটা করতে পেরে দারুণ লাগছে।”
সূর্যের আগ্রাসী ব্যাটিং করার রহস্য জানতে চাওয়া হলে তিনি বলেন,
“আমার এমন ভাবে ব্যাটিং করতেই ভালো লাগে। নেট অনুশীলনে এরকম ব্যাটিং করি। ব্যাট হাতে আগ্রাসী থাকাটাই সব সময় লক্ষ্য থাকে আমার। ম্যাচে যখন এরকম খেলতে পারি, তখন দারুণ লাগে।”
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : সূর্য ঝড়ে উড়ে গেলো নিউজিল্যান্ড, ভারত ম্যাচ জিতলো ৬৫ রানে
শুধুমাত্র চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ’ই (IND vs NZ 2022), এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও দুর্ধর্ষ ছন্দে ছিলেন সূর্য। বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতেন তিনি। তবে নিউজিল্যান্ড সিরিজে রোহিত, রাহুল, কোহলিরা বিশ্রামে থাকায় সূর্য কুমার তিন নম্বরে ব্যাট করছে। ম্যাচের সেরা নির্বাচিত হলেও কোথাও একটা মনখারাপ কাজ করছে সূর্যের মনে, তিনি বলেন,
“আমি আর হার্দিক ১৫-১৬ ওভার খেলা শেষে আলোচনা করছিলাম, কিভাবে দ্রুত রান তোলা যায়। কিন্তু হুডা, সুন্দর হার্দিকের ফেরার পর বিশেষ কিছুই করতে পারলোনা। শেষ চার ওভার যেটা করতে চাইছিলাম, সেটা পারিনি করতে, তবে নিজের খেলায় খুশি।”
প্রসঙ্গত, এটাই হার্দিক পান্ডিয়ার কেরিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি, চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেঞ্চুরি করেছিলেন সূর্য।