IND vs NZ 2022 – ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ – আমেরিকা জুড়ে অনুষ্ঠিত হতে চলা টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়া’কে অধিনায়ক হিসেবে গ্রুম করা উচিত ভারতের। এমনটাই মনে বিশ্বকাপ জয়ী ভারতীয় ওপেনার কৃষ শ্রীকান্ত। ইতিমধ্যে গুজরাট টাইটান্স’কে আইপিএলে অভিষেক বছরে চ্যাম্পিয়ান করে নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণিত করেছেন হার্দিক পান্ডিয়া।
২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কৃষ শ্রীকান্ত। তিনি ছিলেন সেই দলের নির্বাচক। তিনি মনে করেন অস্ট্রেলিয়ায় হতাশজনক টি ২০ বিশ্বকাপ অভিযানের পর রোহিত শর্মার হাত থেকে নয়া ভারতীয় টি ২০ দলের দায়িত্ব হার্দিকের হাতে তুলে দেওয়া উচিত বলেই মনে করেন শ্রীকান্ত। (IND vs NZ 2022)
Star Sports এর আলোচনায় টিম ইন্ডিয়ার এখন থেকেই টি ২০ বিশ্বকাপের দল গঠনের জোর দেওয়া উচিত বলেই জানিয়েছেন তিনি, তার বক্তব্য,
“দেখুন আমি যদি এখন নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম তাহলে সরাসরি সবাইকে বলতাম ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের জন্যে এখনই হার্দিক পান্ডিয়া’কে গ্রুম করা হোক। আগামী সপ্তাহে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের থেকেই শুরু হওয়া উচিত ব্যাপারটা। একটা দল গঠনের কাজ এখনই শুরু হোক, যা ২০২৩ সালের মধ্যে বিশ্বকাপ খেলার মতো জায়গায় পৌঁছে যাবে।”
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : রোহিতদের ছাড়াও ভালো খেলতে পারে ভারত, তা করে দেখাক পান্ডিয়ারা, চান গাভাস্কার
Hey skip 🤩… Can't wait to see you lead #TeamIndia against New Zealand! 🙌#PapaPandya #NZvIND
— Gujarat Titans (@gujarat_titans) November 14, 2022
[📷: @hardikpandya7] pic.twitter.com/gUMX819f5k
প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
Squad for NZ T20Is : (IND vs NZ 2022)
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
আরও পড়ুনঃ IPL 2023 : ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর’কে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স