IND vs NZ 2022 – অভিজ্ঞ ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান’কে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে খেলতে দেখতে চান দীনেশ কার্তিক। ভারত – নিউজিল্যান্ড ওডিআই সিরিজের আগে ধাওয়ানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ওপেনার হিসেবে ক্রমশ জাতীয় দলে নিজের জায়গা পাকা করছেন শুভমান গিল। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধাওয়ান’কে ওয়ানডে বিশ্বকাপে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশের হয়ে শুধুমাত্র ওডিআই’তেই খেলতে দেখা যায় ধাওয়ান’কে। (IND vs NZ 2022)
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশেষ কিছু করতে পারেনি ধাওয়ান। মাত্র ২৫ রান করেছিলেন। তাই নিউজিল্যান্ড সফরের (IND vs NZ 2022) ওয়ানডে সিরিজে তিনি বিশেষ কিছু করে দেখানোর চেষ্টা করবেন সেটাই স্বাভাবিক।
এবছর ১৬ টা ওয়ানডে ম্যাচ খেলেছেন ধাওয়ান। সেখানে ৪০.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন। বাঁ হাতি এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। (IND vs NZ 2022)
Cricbuzz কে কার্তিক বলেছেন,
“আমার মনে হচ্ছে শিখর ধাওয়ান ২০২৩ সালের বিশ্বকাপ খেলবে। নাহলে টিম ম্যানেজমেন্ট ওকে দলেই রাখতো না।”
বিশ্বকাপ আসার আগে ধাওয়ানের ছন্দে থাকার প্রশংসা করে কার্তিক বলেছেন,
“ধাওয়ানের বয়স তিরিশ পেরিয়েছে। তাই নির্বাচকরা দল তৈরির সময় ওকে সহজেই পরিকল্পনার বাইরে রাখতে পারতো। কিন্তু তারা ধাওয়ান কে দলে রাখতে চায়, আইসিসির টুর্নামেন্ট গুলো’তে নিজের সেরাটা দিতে জানেন ধাওয়ান। ধারাবাহিক ভাবে সেরা খেলাটা খেলতে পারে। ২০১৯ সালের বিশ্বকাপেও ভালো খেলেছিলো ধাওয়ান, পরে চোট পায়। ওর উপর ভরসা রাখাই যায়। ওপেনার হিসেবে দারুণ বিশ্বাসী, নিজের গেম প্ল্যান সম্পর্কে ওয়াকিবহাল, পিচ থেকে দারুণ ফায়দা তোলে।”
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : বাংলাদেশ সফরে খেলবেন না রবীন্দ্র জাদেজা
Squad for NZ ODIs:
— BCCI (@BCCI) October 31, 2022
Shikhar Dhawan (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.
Punjab Kings in IPL 2023:
— Swag 👑 (@abulkalam00000) November 17, 2022
Captain – Shikhar Dhawan
Coach – Trevor Bayliss
Assistant Coach – Brad Haddin
Batting Coach – Wasim Jaffer
Bowling Coach – Charl Langeveldt
আইসিসির টুর্নামেন্ট গুলোতে দারুণ খেলে ধাওয়ান। ২০১৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলো, এরপর আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
আগামী বছর আইপিএলে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সদ্য মায়াঙ্ক আগারওয়াল’কে সরিয়ে তার হাতে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তুলে দিয়েছিলো পঞ্জাব কিংস। কার্তিকের মতে ২০২৩ এর আইপিএলে পঞ্জাব কে নেতৃত্ব দেওয়ার আগে নিউজিল্যান্ড সফরে (IND vs NZ 2022) ক্যাপ্টেন্সি ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ ধাওয়ানের কাছে। তিনি বলেন,
“আইপিএলের আগে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে ধাওয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ওর জন্যে। ও চাইবে ভালো ভাবে নিজের দায়িত্বটা পালন করার।”
এর আগেও পঞ্জাব, সানরাইজার্স হায়দ্রাবাদ’কে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। দীর্ঘ ১৫ বছরের আইপিএলে একবারও আইপিএল জেতেনি পঞ্জাব, ধাওয়ানের কাছে এটাই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ভেজা বলেও দারুণ বোলিং করছেন চাহাল, অবাক অশ্বিন