গত রোববার নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন দীপক হুডা। এই ভারতীয় অলরাউন্ডারের দারুণ প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। খেলাটা দারুণ বোঝেন হুডা, তাকে ‘ট্যাক্টিক্যাল জিনিয়াস’এর তকমা দিয়েছেন অশ্বিন।
সংশ্লিষ্ট ম্যাচে ড্যারিল মিচেলকে চমৎকার আউট করেছিলেন হুডা। নিজের ইউটিউব ভিডিওতে সেই বিষয় বলেছেন অশ্বিন, তার বক্তব্য, (IND vs NZ 2022)
“খেলাটা অসাধারণ বোঝে হুডা, ব্যাটিং টাও দারুণ করে। দীপক বোলিং করার সময় বোঝে কিভাবে মারতে পারছ ব্যাটার, ও ঠিক তার বিপরীত বোলিং টা করে। বলের উপর যেরকম দখল রেখে বোলিং করছে, সেটা সত্যি প্রশংসনীয়, কখন বাইরে, কখনও ভিতরে বল রাখছে। বিষয়টা ভারতের জন্যে খুবই ইতিবাচক। একজন টপ অর্ডারের ব্যাটার ৪ ওভার বোলিং করতে পারলে সে দলের সম্পদ হয়ে উঠবে সেটাই স্বাভাবিক।”
অশ্বিন আরো বলেন,
“বোলিংটা দারুণ করে হুডা। খুব খাটছে ভালো বোলিং করার জন্যে। ড্যারিল মিচেল কে দারুণ ভাবে আউট করেছে। মিচেলের ব্যাটের ক্লোজড ফেস তাকে যেকোনো প্রান্তে সহজে খেলতে সাহায্য করে। লং অফ, মিড উইকেট, স্কোয়ার লেগে, (IND vs NZ 2022)
কিন্তু এক’ই কারণে কভারে খেলতে পারছিলোনা। তাই অফ স্টাম্পের আউট সাইডে এসে অনেকটা লাইন কভার করে লেগ স্টাম্পের দিকে মারার চেষ্টা করছিলো। আর দীপক ওকে ওটাই করতে দিচ্ছিলো অফস্টাম্প লাইনে বোলিং করে। (IND vs NZ 2022)
দীপক হুডা’কে এরপর শিখর ধাওয়ানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে। শুক্রবার, ২৫ শে নভেম্বর, অকল্যান্ডে প্রথম ম্যাচ।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : তেইশের বিশ্বকাপে ভারতের অন্যতম ক্রিকেটার হবেন শিখর ধাওয়ান, মত দীনেশ কার্তিকের