রোববার টি ২০ সিরিজের (IND vs NZ 2022) দ্বিতীয় ম্যাচে দাপটের সাথে নিউজিল্যান্ড’কে হারিয়ে দিয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেছিলো বৃষ্টির জেরে। তাই এদিনের জয় ভারতকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করেছিলো।
ম্যাচে (IND vs NZ 2022) বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব। এবারে টি ২০ বিশ্বকাপে অসামান্য ছন্দে আছেন এই তারকা ব্যাটার। এটাই তার কেরিয়ারের দ্বিতীয় টি ২০ সেঞ্চুরি, চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া বলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ভারতের স্পিনার ত্রয়ী চাহাল, সুন্দর, হুডা।
এবারের টি ২০ বিশ্বকাপের একটিও ম্যাচে চাহাল’কে খেলায়নি ভারত, গোটা টুর্নামেন্ট জুড়ে বেঞ্চ গরম করে গেছেন তিনি। কিন্তু এদিনের ম্যাচে (IND vs NZ 2022) বোলিং করতে এসে শুরু’তেই গ্লেন ফিলিপসের গুরুত্বপূর্ণ উইকেট টি তুলে নেন তিনি। এরপর জিমি নিশ্যামের উইকেট নিয়ে ম্যাচে মারাত্মক চাপে ফেলে দেন কিউয়িদের।
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা চাহাল’কে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলানো নিয়ে একরাশ হতাশা ঝেড়ে ফেলেন। (IND vs NZ 2022)
It still boils my blood to think Chahal didn’t play a single World Cup game in back to back World Cups. Wasn’t in the squad in 2021, didn’t get a game in 2022.
— Prantik (@Pran__07) November 20, 2022
Imagine not playing Yuzvendra Chahal in two consecutive T20 World Cups.
— Chetan Narula (@chetannarula) November 20, 2022
Well, you don’t really have to imagine. #NZvInd
Have India only kept Yuzi Chahal for bilateral series? #NZvIND
— Farid Khan (@_FaridKhan) November 20, 2022
How to play T20 format ??? People should learn from this champion @surya_14kumar selfless .. ⭐️🙌 congratulations Team India @BCCI Great to see @yuzi_chahal winning games with ball.. Wish we played him during the (T20 world 🏆) last week in Australia #IndvsNz
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 20, 2022
প্রসঙ্গত, এদিন, ম্যাচে বোলিং করতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়া’কে, জেতার পর ভারত অধিনায়ক বলেছেন,
“বোলিং বিভাগে বিকল্পের প্রয়োজন আছে আমার। সব দিন সাফলতা পাওয়া যাবে না। কিন্তু বেশি পরিমাণে ব্যাটার’র বোলিং করতে পারলে দলের লাভ। বিকল্প থাকেব। সবাই সুযোগ পাক, সেটা চাই আমি।”
অধিনায়ক হিসেবে সাফলতার রহস কি, সেটা জানতে চাওয়া হলে হার্দিক বলেন,
“সবাইকে স্বাধীনতা দিতে আমি ভালোবাসি। দলের প্রত্যোকে জানে, কখন কি করণীয়। তাই মাঠে বাড়তি চাপ দেওয়ার দরকার থাকেনা। সেরা খেলাটা স্বাধীন ভাবে খেললে বেড়িয়ে আসে।”
আগামী মঙ্গলবার নেপিয়ারে দুপুর ১২ টা সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল।
আরও পড়ুনঃ Shaheen Afridi : ছয় মাস মাঠের বাইরে পাক পেসার শাহিন শাহ আফ্রিদি