
কেনো সঞ্জু স্যামসন’কে খেলানো হচ্ছে না ? (IND vs NZ 2022) তা সরাসরি খোলসা করে না বললেও, দলের বৃহত্তর স্বার্থের কথা স্মরণ করিয়ে দিলেন ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক শিখর ধাওয়ান। তার আশ্বাস, ‘আমরা তো যেটাই করবো, সেটা দলের স্বার্থে করবো।’
এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সঞ্জু’কে নিয়ে প্রশ্নের মুখে পড়েন ধাওয়ান। প্রথম একাদশে ঢোকার জন্য তাকেও যেমন দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল, সঞ্জু’র ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে এক সাংবাদিক প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাবে ধাওয়ান বলেন, (IND vs NZ 2022)
“অধিকাংশ খেলোয়াড়ের জীবনেই এরকম সময় আসে। এটা দলের জন্য একদিক থেকে ভালো।”
ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক ধাওয়ান আরও বলেন,
“বর্তমানে দলে এখন প্রচুর পরিমানে ভালো-ভালো খেলোয়াড় আছে। দলের খেলোয়াড়’দের সাথে কথাবার্তা বলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোচ হোক বা অধিনায়ক। তাহলে ওই খেলোয়াড়ের কাছে স্পষ্ট ধারণা থাকে যে কেনো তাকে খেলানো হচ্ছে না। না খেলানোর পিছনে অসংখ্য কারণ থাকতে পারে। ওই খেলোয়াড়’কে সেই কারণটা বলে দেওয়া হয়। যখন খেলোয়াড় এবং অধিনায়ক বা কোচের মধ্যে পুরো বিষয়টা স্পষ্ট থাকে, তখন আর কোনও অসুবিধা হয় না।”
সেইসঙ্গে ধাওয়ান জানান, কী কারণে খেলানো হচ্ছে না, সেটা ব্যাখ্যা করা হলেও সংশ্লিষ্ট খেলোয়াড়ের মধ্যে নিঃসন্দেহে হতাশাবোধ তৈরি হয়। (IND vs NZ 2022) তবে সেইসব ছাপিয়ে দলের স্বার্থের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। ধাওয়ান বলেন,
“দলে সুযোগ না পেয়ে কোনও খেলোয়াড়ের উদাস হয়ে পড়াটা খুব স্বাভাবিক। কিন্তু পরে সে বুঝতে পারে যে দলের বৃহত্তর স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তো যেটাই করবো, সেটা দলের স্বার্থেই করবো। কোন ক্ষেত্রে দল সবথেকে বেশি লাভবান হবে, সেটা ভেবেই সিদ্ধান্ত নিই আমরা।”
এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সঞ্জু’কে না রাখায় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। দীনেশ কার্তিক এবং ঋষভ পন্ত’রা সেরকম প্রভাব বিস্তার করতে না পারায় একাধিক প্রশ্নে জর্জরিত হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু তারপরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম একাদশে খেলার সুযোগ পাননি সঞ্জু। অথচ দলে একাধিক তারকা ছিলেন না। সেই পরিস্থিতি’তে ভারতীয় দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন অনেক বিশেষজ্ঞ। আগামী বছর বিশ্বকাপের দিকে তাকিয়ে একদিনের সিরিজে তাকে খেলানোর দাবি তোলা হয়েছে। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ Indian Cricket Team : “পন্ত দলের বোঝা হয়ে উঠেছে, এবার ওকে বাদ দিয়ে সঞ্জু’কে আনা হোক” – এমনটাই বললেন ভারত প্রাক্তনী