
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (IND vs NZ 2022) তৃতীয় ওয়ানডে ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করলেন দীপক হুডা। চাপের মুখে ২৫ বলে মাত্র ১২ রান করে আউট হলেন তিনি।
বারবার সুযোগ পেয়েও তিনি কিছু করতে না পারায় স্বাভাবিক ভাবেই অখুশি ফ্যানেরা। তাদের হতাশা আরো বেড়েছে সঞ্জু স্যামসন’কে ফের সুযোগ না দেওয়ায়। (IND vs NZ 2022)
হেগলে ওভালে ভারতের ব্যাটিং পারফরম্যান্স অত্যন্ত হতাশজনক এদিন। নতুন বলের বিরুদ্ধে শুরু’টা ভালো করেছিল ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল। কিন্তু শুরুয়াত টা ধরে রেখে বড়ো কোনও স্কোর জুড়তে পারেনি দুজনেই। (IND vs NZ 2022)
দুই ভারতীয় ওপেনার বিশেষ কোনও রান করতে না পারায় চাপ তৈরী হয় ভারতের মিডল অর্ডারের উপর। সেরা ফর্ম জারি রাখেন শ্রেয়স আইয়ার, ৪৯ রান করেন তিনি। তবে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্ত (১৬ বলে ১০), সূর্য কুমার যাদব (১০ বলে ৬)। (IND vs NZ 2022)
#NZvIND #hooda another Vijay Shankar in the making.
— pranit malik (@pranitmalik) November 30, 2022
Can't bat can't bowl, sole purpose is to keep place of India seniors in place. Deny really good players a chance.
He can't bat if the ball moves an inch. For a moment mitchell looked like mcgrath!
Hooda is better than Virat
— ANUJ SHARMA ❤🇮🇳(1 Day-Rahul Bhai's bday) (@Anujj_Sharmaa) November 30, 2022
Kohli 🧐🤭 https://t.co/QEm9l02Quk
Hooda in this innings 🤣🤣 pic.twitter.com/QJjvZGeeFj
— Bharath (@eabc_02) November 30, 2022
Don’t want to be harsh but Hooda has looked pretty average against any decent Intl bowling attack till now. Always seems rushed & in awkward position while playing fast medium bowlers.
— Srini (@Sriniramadurai) November 30, 2022
Still remember the time when Rahul Dravid woke up and thought playing Deepak Hooda at the Optus against South Africa was a good idea.
— Sanket Singbal 🇧🇷🏴 (@SingbalSanket) November 30, 2022
এরপর চাপ বাড়ে শ্রেয়স আইয়ার এবং দীপক হুডা আউট হয়ে গেলে। এই প্রতিবেদন লেখাকালীণ ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর (৪৪*) এবং দীপক চাহার (১২)। ২২ বলে ৮ রান করে আউট হয়ে যান যুজবেন্দ্র চাহাল। ৪৫ ওভার শেষে ভারতীয় দলের স্কোর ৮ উইকেটে ২০৬ রান। (IND vs NZ 2022)
India Playing XI: Shikhar Dhawan(c), Shubman Gill, Suryakumar Yadav, Shreyas Iyer, Rishabh Pant(w), Deepak Hooda, Washington Sundar, Deepak Chahar, Umran Malik, Arshdeep Singh, Yuzvendra Chahal
New Zealand Playing XI: Finn Allen, Devon Conway, Kane Williamson(c), Daryl Mitchell, Tom Latham(w), Glenn Phillips, Mitchell Santner, Adam Milne, Matt Henry, Tim Southee, Lockie Ferguson
Ms Dhoni : গল্ফ ক্লাবে ধোনির ‘হেলিকপ্টার শট’ নকল করলেন হরভজন সিং, দেখুন ভিডিও