
IND vs NZ 2022 – টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটিয়ে এখন শুক্রবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের মাটিতে সাদা ঘুরে দাড়ানোর লড়াই শুরু ভারতীয় দলের। সফরে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দেবেন টি ২০ সিরিজে, ওডিআই তে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।
সিরিজে (IND vs NZ 2022) সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল’রা। প্রত্যাবর্তন করেছেন আইপিএল ২০২২ এর তারকা উমরান মালিক। চরত বছরের জুলাই মাসে দেশের হয়ে শেষ টি ২০ ম্যাচ খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে। ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে অভিষেক করতে পারেন শুভমান গিল।
শুভমান গিল কে সুযোগ দেওয়ায় জাতীয় দলের নির্বাচকদের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। কাইফ বলেছেন ২৩ বছর বয়সী এই তারকা ভারতীয় ব্যাটার বর্তমানে দারুণ ফর্মে আছেন। (IND vs NZ 2022)
“শেষ ৫-৬ মাস ধরে দারুণ ছন্দে আছে গিল। গুজরাট টাইটান্সকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে, ৫০-৬০ গড়ে। নিউজিল্যান্ড সফরে গিলের দিকেই নজর থাকবে। ওয়ানডে তে দেশের হয়ে খেলেছে আগেই, তবে নির্বাচকরা একদম সঠিক সময় ওকে টি ২০ দলে ঢেকে নিয়েছে।” – Sportskeeda কে এমনটাই বলেছেন কাইফ।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : বর্ষার কাঁটা ওয়েলিংটনে ভারত – নিউজিল্যান্ড প্রথম টি ২০ ম্যাচ ঘিরে
দেশের হয়ে এখনও অবধি ১২ টা ওয়ানডে ম্যাচ খেলেছেন গিল। ২০১৯ সালে অভিষেকের পর থেকে এখনও অবধি ৫৭৯ রান করেছেন। গত আগষ্ট মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি করেছেন। টেস্টে এখনো অবধি ১১ টা ম্যাচ খেলেছেন এই ডান হাতি ব্যাটার, করেছেন ৫৭৯ রান। এছাড়া চলতি বছরে কাউন্টি তে অভিষেক করেছিলেন গিল, সাসেক্সের বিরুদ্ধে একটি ম্যাচে সেঞ্চুরি’ও করেন। (IND vs NZ 2022)
Just 1️⃣ sleep away from the first #NZvIND T20I ⏳#TeamIndia pic.twitter.com/qiJXEAlG43
— BCCI (@BCCI) November 17, 2022
Hello from Wellington for the 1⃣st #NZvIND T20I! 👋#TeamIndia pic.twitter.com/Non4Q2CuqE
— BCCI (@BCCI) November 18, 2022
India Squad for NZ T20Is:
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
আরও পড়ুনঃ IPL 2023 : পুনরায় পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচের দায়িত্বে আসলেন ওয়াসিম জাফর