নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে একেবারেই আক্রমণাত্মক খেলাটা খেলতে পারেননি ইশান কিষাণ, শট পিচ বল ঠিকঠাক সামাল দিতে পারেননি তিনি। এমনটাই মনে করেন আকাশ চোপড়া।
আকাশ বলেছেন,
“ইশানের দুটো ইনিংস দেখে মনে হবে আক্রমণাত্মক খেলেছে। আর এরকমই খেলে যাবে। কিন্তু প্রশ্ন হলো কতোটা আক্রমণাত্মক খেলাটা খেলছে ও। প্রথম টি ২০ তে ততটা এগ্রেসিভ দেখায়ানি তাকে। দ্বিতীয় ম্যাচেও তাই। ইশানের খেলা দেখে মনে হয় প্রতিটা বল চালিয়ে খেলতে চায়। কিন্তু সমস্যা হলো বাউন্সারের বিরুদ্ধে সমস্যায় পড়ছে খুব।”
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো
কথা প্রসঙ্গে শ্রেয়স আইয়ারের প্রসঙ্গ তুলেছেন আকাশ চোপড়া। বলেছেন শট পিচ ডেলিভারির বিরুদ্ধে ফের শ্রেয়স আইয়ারের দূর্বলতা ফাঁস হয়েছে। তারকা ধারাভাষ্যকারের বক্তব্য,
“বাউন্সার সামাল দিতে গিয়ে হিট উইকেট হন শ্রেয়স আইয়ার। বিষয় হলো ৩, ৪ নম্বরে ব্যাট করতে নামলে বাউন্সার সামাল দিতেই হবে।”
সিরিজের (IND vs NZ 2022) দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলার সময় লকি ফার্গুসনের একটি ডেলিভারি সামাল দিতে গিয়ে হিট উইকেট হয়ে বসেন শ্রেয়স আইয়ার। মঙ্গলবার ‘গোল্ডেন ডাক’ হন তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : দীপক হুডা ‘ট্যাক্টিক্যাল জিনিয়াস’, ভারতীয় অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন