IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার হুংকার দিলেন কে এল রাহুল

0
19
IND vs BAN 2022 : “You are going to see a lot of aggressive cricket from our side” - KL Rahul
IND vs BAN 2022 : “You are going to see a lot of aggressive cricket from our side” - KL Rahul

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs BAN 2022) খেলতে নামার আগে ভারত অধিনায়ক কে এল রাহুল বলেছেন গোটা টেস্ট সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে ভারত। জানিয়েছেন গোটা টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল কোনও প্রকার রক্ষণ শীল ক্রিকেট খেলবেনা। ম‍্যাচের পরিস্থিতি বুঝে খেলবে টিম ইন্ডিয়া।

বাংলাদেশের বিরুদ্ধে ১-২ ব্যবধানে ওডিআই সিরিজে হেরেছে ভারত। তাই দুই ম‍্যাচের টেস্ট সিরিজ জিততে চাইবে টিম ইন্ডিয়া। চট্টগ্রামে ১৪-১৮ ই ডিসেম্বর জুড়ে প্রথম টেস্ট ম‍্যাচ খেলবে ভারত – বাংলাদেশ। ঢাকায় ২২-২৬ শে ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলা হবে। (IND vs BAN 2022)

বুড়ো আঙুলে চোট পাওয়ার জন্যে ভারতের রেগুলার অধিনায়ক রোহিত শর্মার খেলা হবেনা এই সিরিজে। তার বদলে অধিনায়কত্ব দেবেন কে এল রাহুল। সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কে এল রাহুলের কাছে জানতে চাওয়া হয় কি মানসিকতা নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত ? জবাবে রাহুল বলেছেন,

“কোনও নির্দিষ্ট পরিকল্পনা ধরে ভারত খেলবেনা এই সিরিজে। কারণ প্রতিটা মাঠের নিজস্ব চরিত্র আছে। সেটা বুঝে খেলতে হবে। প্রতিটা সেশনে খেলার ধরন ভিন্ন হবে। টিমের চাহিদাও আলাদা থাকবে। তো আমরা সেই পরিকল্পনা ধরে এগোবো। একটা বিষয় নিশ্চিত থাকুন, আমরা ভীষণ আগ্রাসী ক্রিকেট খেলবো, সেই ব‍্যাপারে নিশ্চিত থাকুন।”

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : সেমিফাইনালে খেলতে নামার আগে মেসির মুখে ক্রোয়েশিয়ার প্রশংসা 

এর আগে ভারতীয় ক্রিকেট দল শেষ টেস্ট ম্যাচ খেলেছিলো জুলাই মাসে, ইংল্যান্ডের বিপক্ষে। ব্রিমিংহ‍্যামে সেই রিসিডিউলড টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলো, কিন্তু শেষ অবধি ম‍্যাচে হেরেছিলো সাত রানে।

India’s updated squad for Bangladesh Tests : (IND vs BAN 2022)

KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : লড়াই শুধু মেসির সাথে নয়, সেমিফাইনালে খেলতে নামার আগে হুংকার মদরিচের