IND vs BAN 2022 : কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি দেখতে চান ইশান কিষাণ

0
27
IND vs BAN 2022 : 'We Want to See Him Get 100 Centuries': Double-centurion Ishan Kishan Reserve Massive Praise for Kohli
IND vs BAN 2022 : 'We Want to See Him Get 100 Centuries': Double-centurion Ishan Kishan Reserve Massive Praise for Kohli

IND vs BAN 2022 – বিরাট কোহলি ধারাবাহিক ভাবে রান করে যাক, একশোটা সেঞ্চুরি করুক।দল এমনটাই চাইছে। বললেন তারকা ভারতীয় ওপেনার ইশান কিষাণ।

সিরিজের তৃতীয় ওয়ানডে ম‍্যাচে  বাংলাদেশের বিরুদ্ধে ২২৭ রানের বিরাট জয় পেয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। এদিন কেরিয়ারের ৪৪ তম ওডিআই সেঞ্চুরি করেছিলেন কোহলি, ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ৭১ টা আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ড। (IND vs BAN 2022)

এদিন কেরিয়ারের ৭২ তম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশী সেঞ্চুরি করার বিচারে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন কোহলি। (IND vs BAN 2022)

আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব কনিষ্ঠ ওডিআই ডবল সেঞ্চুরিয়ান ইশান কিষাণ। জানিয়েছেন কোহলি দলের অন‍্য ক্রিকেটারদেরো সাফল্যে ভীষণ উদযাপন করেন। বলেছেন, (IND vs BAN 2022)

“বিরাট কোহলি দারুণ খুশি।দলের প্রতিটি ক্রিকেটারের সাফল্য ভীষণ উপভোগ করেন উনি। ব‍্যাপারটা দলের বাদবাকি ক্রিকেটারেরা ভীষণ উপভোগ করে। কোহলি বিরাট মাপের ক্রিকেটার, আমরা চাই কোহলি সেঞ্চুরির সেঞ্চুরি করুক।”

বিরাট কোহলির সাথে খেলার সময় অনেক কিছু শেখেন তিনি, এমনটাই বলেছেন ইশান কিষাণ। তার বক্তব্য,

“বিরাট কোহলির সাথে খেলা ভীষণ উপভোগ করি আমি। উইকেটের অপর প্রান্তে কোহলি থাকলে অনেক কিছু শেখা যায়। কোহলির সাথে ব‍্যাটিং করবো ভাবলেই ভীষণ উত্তেজিত হয়ে পড়ি।” 

দলে পছন্দের ব‍্যাটিং পজিশন সম্পর্কে জানতে চাওয়া হলে ইশান বলেন,

“বিভিন্ন পজিশনে ভালো পারফরম্যান্স দিয়ে একজন ক্রিকেটার সুযোগ করে নেয় দলে। তাই ফিক্সড পজিশনে ব‍্যাট করার ব‍্যাপারে কিছু বলার নেই আমার। দলে সুযোগ পাওয়ার জায়গা খুব কম, তাই সুযোগ পেলেই নিজেকে উজাড় করে দিতে হবে, বড়ো ক্রিকেটারেরা এরকমই করে।”

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : হ‍্যারি কেন পেনাল্টি মিস করতেই হাসিতে ফেটে পড়লেন এমবাপ্পে

বাঁ হাতি উদীয়মান এই ভারতের ক্রিকেট তারকা বলেছেন, তার সাফল্যে দারুণ খুশি হয়েছেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে ওঠা প্রশ্নের জবাব’ও দিয়েছেন তিনি। (IND vs BAN 2022) তার বক্তব্য,

“কোচ খুব খুশি হয়েছেন আমাকে রান করতে দেখে। উনি সবাইকে সুযোগ দিতে চান, কিন্তু আমাদের দল এতোটাই শক্তিশালী যে, সেটা সম্ভব হয়না সব সময়। ম‍্যাচে বাংলাদেশের বোলারদের দোষ দেওয়া যাবেনা, পিচ ব‍্যাটিং সহায়ক ছিলো। তাই খেলার শুরু থেকেই ওদের উপর চাপ তৈরী করার জন্য আক্রমণাত্মক খেলেছিলাম।”

সব সময় সুযোগ পাওয়া হয়না জাতীয় দলে,তারপরও কিভাবে নিজেকে মোটিভেট করেন সেরাটা দিতে। সেই ব‍্যাপারে জানতে চাওয়া হলে ইশান বলেছেন,

“রোহিত, বিরাট, হার্দিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের যখন সেরাটা দেওয়ার জন্য পরিশ্রম করতে দেখি, তখন আমার মনে হয়, আমাকেও সেরাটা দিতে হবে।”

শনিবার চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২৭ রানে শেষ ওয়ানডে ম‍্যাচে জিতেছে ভারত। এদিন ভারতীয় বোলারদের সামলাতে পারেনি বাংলাদেশ। ১৮২ রানে অল আউট হয়ে যায় তারা। তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দ্রুততম ডবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ইশান কিষাণ, সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৪ তম ওডিআই সেঞ্চুরি।

ইশান এবং কোহলির ব‍্যাটিং দাপটে ৮ উইকেটে ৪০৯ রান করে ভারত। দুজনে দ্বিতীয় উইকেটে ২৯০ রান জোড়েন। (IND vs BAN 2022)

আরও পড়ুনঃ Mayank Agarwal : বাবা হলেন মায়াঙ্ক আগারওয়াল