IND vs BAN 2022 – বুড়ো আঙুলের চোটের জন্যে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে রোহিত শর্মার অনুপস্থিতি সম্পর্কে প্রশ্ন তোলা হলে রাহুল জানান তিনি আশাবাদী রোহিতের দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারে।
রাহুল বলেছেন,
“রোহিত শর্মা আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। প্রচুর অভিজ্ঞ এবং এই দলের ক্যাপ্টেন। ক্যাপ্টেন চোট পেলে, স্বাভাবিক ভাবেই তার দল তাকে ভীষণ মিস করবে। আমরা আশা রাখছি দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি।”
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলাকালীণ আঙুলে চোট পান রোহিত শর্মা। এর ফলে তৃতীয় ওডিআই ম্যাচে খেলা হয়নি তার। ১৪ ই ডিসেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মিস করবেন তিনি এর ফলে। তার দ্বীতিয় টেস্টে খেলাটাও এখনও নিশ্চিত নয়। (IND vs BAN 2022)
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে ঋষভ পন্তকে। দলে বেশ কিছু বদল এসেছে।
The Two Captains – @klrahul & Shakib Al Hasan pose with the silverware ahead of the two-match Test series.#BANvIND pic.twitter.com/IlcH39MncZ
— BCCI (@BCCI) December 12, 2022
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : কোহলির টেস্টের ফর্ম নিয়ে চিন্তিত নন কে এল রাহুল
ওডিআই সিরিজের (IND vs BAN 2022) দ্বিতীয় ম্যাচ খেলাকালীণ চোট পান রোহিত শর্মা। আঙুলে চোট পেয়েছেন। তাই প্রথম টেস্টে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্ত দায়িত্ব সামলাবেন, সেটাই মনে করা হচ্ছিলো। কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি।
ইদানিং সময়ের পন্তের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। তবে শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই,টি টোয়েন্টি সিরিজে সহ অধিনায়ক ছিলেন তিনি। (IND vs BAN 2022)
ফর্মের জন্যে কি দায়িত্ব কেড়ে নেওয়া হলো ঋষভ পন্তের থেকে ? চেতেশ্বর পূজারাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
India’s updated squad for Bangladesh Tests : (IND vs BAN 2022)
KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat
আরও পড়ুনঃ Kylian Mbappe : এমবাপ্পের সাথে অঁরির তুলনা টানলেন আর্সেন ওয়েংগার