
IND vs BAN 2022 – সৌরাষ্ট্রের অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাওয়ায় ভীষণ খুশি দীনেশ কার্তিক। কার্তিকের মতে এই উনাদকাটের এই সুযোগটা পাওয়া উচিত ছিলো।
বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ শামির পরিবর্তে উনাদকাট খেলার সুযোগ পেয়েছেন। চোটের জন্যে ওয়ানডে সিরিজ খেলা হয়নি শামির, একই কারণে টেস্টেও খেলা হবেনা তার।
ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক কালে উনাদকাটের পারফরম্যান্স নজরকাড়া। সম্প্রতি তার নেতৃত্বে বিজয় হাজারে ট্রফি জিতেছিলো সৌরাষ্ট্র। সংশ্লিষ্ট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ১৬.১০ গড়ে। Cricbuzz কে কার্তিক বলেছেন,
“উনাদকাটের গল্পটা হৃদয়ঘন। গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে ওর যা পারফরম্যান্স, সেই নিরিখে এই সুযোগ পাওয়ার যোগ্য ও। উইকেট নিচ্ছে, ক্যাপ্টেন্সি করছে। ওর জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু এটা ওর প্রাপ্য ছিলো। ও হয়তো খেলার সুযোগ নাও পেতে পারে, কিন্তু এই সুযোগ টা ওর পাওয়ার ছিলো।”
সৌরাষ্ট্রের হয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছেন উনাদকাট। ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফিতে রেকর্ড সংখ্যক ৬৭ উইকেট নিয়েছিলেন তিনি, প্রথম বারের মতো সৌরাষ্ট্র রঞ্জি জিতেছিলো সেই বছর।
Look at Jaydev Unadkat's happiness when he got selected in Indian team for the Test series against Bangladesh. pic.twitter.com/cMa6reVoeO
— CricketMAN2 (@ImTanujSingh) December 10, 2022
✨Performance of Saurabh Kumar vs Bangladesh A
— Indian Domestic Cricket Forum – IDCF (@IndianIdcf) December 9, 2022
🔥8-3-23-4
🔥43-18-63-5
⚾17-3-57-0
🔥30-10-74-6
⭐Total – 4 innings, 98 overs, 34 maidens, 15 wickets, 14.46 average, 2.21 economy, 39.2 SR#CricketTwitter #TeamIndia pic.twitter.com/yLDjono0qm
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : খেলার সুযোগ পেলে অন্তত দেড়শো করবেন, বাবাকে বলেছিলেন ইশান কিষাণ
বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে টেস্ট সিরিজ সৌরাষ্ট্রের আরেক ক্রিকেটার চেতেশ্বর পূজারার জন্যে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করেন কার্তিক। তার বক্তব্য,
“বহু বছর ধরে পূজারা জাতীয় দলের সদস্য। গতবছর ভালো যায়নি ওর।”
রোহিত শর্মার অবর্তমানে ব্রিমিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ওপেন করেছিলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেছিলেন তিনি। ভারত ৭ উইকেটে হেরেছিলো সেই ম্যাচে।
ইদানিং সময়ের ঘরোয়া ক্রিকেটে কোন ক্রিকেটারের পারফরম্যান্স নজর কেড়েছে তার। সেটা জানতে চাওয়া হলে উত্তর প্রদেশের বা হাতি স্পিনার সৌরভ কুমারের নাম বলেছেন কার্তিক। ডিকের মতে ফ্ল্যাট পিচেও এই মুহূর্তে দেশের অন্যতম সেরা স্পিনার সৌরভ, তিনি বলেছেন,
“সৌরভ কুমার ভালো খেলছে। ওর বিরুদ্ধে খেলাকালীণ স্টাম্পড হয়েছিলাম আমি। বলটা বুঝতেই পারিনি, তখনই টের পেয়েছিলাম ও স্পেশাল। ও দিন দিন ভালো হয়ে উঠছে। ফ্ল্যাট উইকেটে দেশের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার।”
বাংলাদেশের ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে দারুণ পারফরম্যান্স দিয়েছেন সৌরভ। দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন, ১৪.৪৬ গড়ে, এরমধ্যে দুই বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : চোট নিয়েও রোহিতের বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ ছোটবেলার কোচ দীনেশ লাড