বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটের জন্যে ছিটকে যাওয়া পেসার মহম্মদ শামির বদলে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকাট। সম্প্রতি তার নেতৃত্বে সৌরাষ্ট্র বিজয় হাজারে ট্রফি জিতেছিলো। গত কয়েক বছর ধরে ধরে ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দিচ্ছেন তিনি।
এখনও অবধি এবিষয় কোনও সরকারি বিবৃতি জারি করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১৪ ই ডিসেম্বর থেকে ২৬ শে ডিসেম্বর জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। (IND vs BAN 2022)
Cricbuzz এর রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র তাদের জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়ার সৈজন্যে এই সুযোগ পেয়েছেন উনাদকাট। সৌরাষ্ট্র বিজয় হাজারে ট্রফি জিতেছে উনাদকাট, আর টুর্নামেন্টের সর্বাধিক উইকেট নিয়েছেন তিনি, ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ১৬.১০ গড়ে। (IND vs BAN 2022)
যদি এই অভিজ্ঞ ভারতীয় পেসার দুই টেস্ট ম্যাচের মধ্যে একটিতেও খেলার সুযোগ পান, তাহলে নতুন রেকর্ড গড়বেন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বড়ো সময়ের ব্যবধানে টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন পার্থিব প্যাটেল, সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে তার উনাদকাটের কাছে। (IND vs BAN 2022)
Dear red ball, please give me one more chance.. I’ll make you proud, promise! pic.twitter.com/ThPUOpRlyR
— Jaydev Unadkat (@JUnadkat) January 4, 2022
Winning moment for captain "Jaydev Unadkat" pic.twitter.com/ic4aKPI0b6
— jeet anthal96 (@jeet_anthal) December 2, 2022
রোববার ঢাকায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন উনাদকাট। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে এসেছেন তিনি। এখনও অবধি খেলা ৯৬ টা প্রথম শ্রেণীর ম্যাচে ৩৫৩ টা উইকেট নিয়েছেন তিনি। ২০১৯-২০ মরশুমে সৌরাষ্ট্রকে প্রথম বারের মতো রঞ্জি ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনাদকাট, নিয়েছিলেন রেকর্ড সংখ্যক ৬৭ উইকেট।
শামির বদলে সুযোগ পাবেন উনাদকাট, আর রোহিত শর্মার জায়গায় সুযোগ পাবেন বাংলার অধিনায়ক অভিমুন্য ইশ্বরণ। রোহিত দ্বিতীয় টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন বলে জানা গেছে।
চট্টগ্রামে ১৪-১৮ ডিসেম্বর জুড়ে খেলা হবে ভারত – বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ, ২২-২৬ শে ডিসেম্বর ঢাকায় খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
আরও পড়ুনঃ Gary Ballance : জিম্বাবোয়ের হয়ে খেলবেন এই ইংল্যান্ড তারকা