IND vs BAN 2022 : বাংলাদেশের ব‍্যাটার’কে চোখে সর্ষের ফুল দেখিয়ে উইকেট ছিটকে দিলেন উমরান, দেখুন ভিডিও

0
21
IND vs BAN 2022 : Umran Malik's 151 kmph delivery that rattled Najmul Hossain Shanto's stumps during 2nd IND-BAN ODI (Watch)
IND vs BAN 2022 : Umran Malik's 151 kmph delivery that rattled Najmul Hossain Shanto's stumps during 2nd IND-BAN ODI (Watch)

IND vs BAN 2022 – বুধবার ঢাকায় আগুনে পেসে বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসান শান্তের উইকেট ছিটকে দিলেন উমরান মালিক। জম্বু কাশ্মীরের এই পেসার  শান্ত’র অফ স্টাম্প ছিটকে দিয়েছেন ১৫১ কিমি প্রতি ঘন্টার বেগে একটি ডেলিভারি’তে।

এবছর আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেওয়ার পর থেকেই উমরানের বোলিং দেখার অপেক্ষায় ছিলেন সকলে। আইপিএলে উমরানের আগুনে পেস প্রতিপক্ষের ব‍্যাটারদের মারাত্মক চাপের মধ্যে ফেলে দিয়েছিলো। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতেও এমনটা দেখা গেছে। (IND vs BAN 2022)

ম‍্যাচে নিজের প্রথম ওভারে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান’কে একটিও রান করতে দেননি উমরান। একের পর এক দুর্দান্ত সব বাউন্সার দিয়ে তার বিরুদ্ধে সাকিবকে খাতাই খুলতে দেননি উমরান। শান্তর কাছে তার বিষাক্ত বোলিং সামাল দেওয়ার কোনও উত্তর ছিলো না। (IND vs BAN 2022)

আন্তর্জাতিক ক্রিকেটে শুরু’তে নিজের প্রভাব ফেলতে সমস্যা হচ্ছিলো উমরানের। তবে এদিন বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই’তে আলাদা মেজাজে পাওয়া যাচ্ছে তাকে। পাওয়ার প্লে’র ওভার শেষ হতে তাকে বোলিং আক্রমনে আনেন ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল।

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ‘আইডল’ রোনাল্ডো’কে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না রিচার্লিসন, দেখুন ভিডিও

নিজের স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বলে শান্তকে ফেরান উমরান। এরপরের বলে মুশফিকুর রহিম একটি চার মারেন তাকে, কিন্তু তারপর কোনও বাউন্ডারি হজম করেননি তিনি।

বাংলাদেশের ইনিংসের ১৯ ওভারের শেষে মালিক ৪ ওভার বোলিং করে ২ টো ওভার মেডেন দিয়েছেন, এখনও অবধি ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ১ টি উইকেট। এখন দেখার বিষয় শেষ অবধি কটি উইকেট নেন মালিক।

India (Playing XI): Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Axar Patel, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj and Umran Malik.

Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Litton Das(c), Anamul Haque, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Nasum Ahmed, Ebadot Hossain and Mustafizur Rahman.

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : সহজ ক‍্যাচ মিস করে বাহানা, চোট পেয়েও নেটপাড়ায় গালি হজম করতে হচ্ছে রোহিত শর্মা’কে