IND vs BAN 2022 : চোটপ্রাপ্ত শামি’র বদলে ভারতের ওডিআই স্কোয়াডে জায়গা করে নিলেন এই উদীয়মান পেসার

0
550
IND vs BAN 2022 : Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami In India's ODI Squad vs Bangladesh
IND vs BAN 2022 : Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami In India's ODI Squad vs Bangladesh

শনিবার অর্থাৎ আজ সকাল ৯ টা নাগাদ জানা গিয়েছিল চোট পেয়ে বাংলাদেশের (IND vs BAN 2022) বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তবে সকাল ১০.৩০ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল যে তার বদলে দলে নেওয়া হল উদীয়মান ভারতীয় পেসার উমরান মালিক’কে। তাকেই বাংলাদেশ পাঠানো হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ট্যুইট করে জানানো হয়েছে,

“বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মহম্মদ শামি’র বদলে দলে নেওয়া হল উমরান মালিক’কে।”

এরপর বোর্ড সচিব জয় শাহ বলেন,

“অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের পরে ট্রেনিং শুরু করলে অনুশীলনের সময় হাতে চোট পান শামি। বাংলাদেশের বিরুদ্ধ আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছিল ও। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে ও। তাই তিন ম্যাচের সিরিজে পাওয়া যাবে না তাকে। আমাদের নির্বাচক’রা শামি’র বদলে উমরান মালিকের নাম ঘোষণা করেছে।”

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারত ! চোট পেয়ে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার

প্রসঙ্গত, শামি’কে ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল। (IND vs BAN 2022) আপাতত সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেলেন শামি। তবে টেস্ট খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। চোটের কারণে তিনি দলের সঙ্গেই যাননি। ভারতীয় দল যদিও বর্তমানে বাংলাদেশ পৌঁছে গিয়েছে।

কার্যত, রোহিত শর্মা, বিরাট কোহলি’দের মতো শামি’কেও নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।  ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ সিরিজকেই প্রথম ধাপ হিসাবে দেখছিল ভারত। তাই সেই সিরিজেই সিনিয়র ক্রিকেটারদের দলে ফিরিয়ে আনে ভারত। কিন্তু চোট পেয়ে প্রথম সিরিজ থেকেই ছিটকে গেলেন শামি। (IND vs BAN 2022)

জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা এখনও সুস্থ হননি। বুমরাহ’কে এই সিরিজে রাখাই হয়নি। তবে  জাদেজাকে রাখা হলেও পরে বাদ পড়েন তিনি।

India’s squad for Bangladesh ODIs : (IND vs BAN 2022)

Rohit Sharma (C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ঘানাকে হারিয়েও শেষ ষোলোয় যাওয়া হলোনা উরুগুয়ের