IND vs BAN 2022 : দ্বিতীয় ওডিআই তে ভারত জিতবেই, দাবী ওয়াসিম জাফরের

0
32
IND vs BAN 2022 :“They can do it again” – Wasim Jaffer backs Rohit Sharma-led India to level series against Bangladesh
IND vs BAN 2022 :“They can do it again” – Wasim Jaffer backs Rohit Sharma-led India to level series against Bangladesh

বুধবার বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে দারুণ ভাবে ঘুরে দাড়াক ভারত, এমনটাই চাইছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। প্রথম ম‍্যাচে হারলেও ভারতের ঘুরে দাড়ানোর ব‍্যাপারে ভীষণ আশাবাদী ওয়াসিম। এমনটা সাউথ আফ্রিকার বিরুদ্ধেও করেছিল ভারত।

সিরিজের (IND vs BAN 2022) প্রথম ওয়ানডে ম‍্যাচে ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয়ে গেছিলো ভারত। পরে ম‍্যাচ হারে ১ উইকেটে। এক’ই মাঠে খেলা হবে সিরিজের দ্বিতীয় ওডিআই, সেই ম‍্যাচে প্রথমে ব‍্যাট করলে অন্তত ২৪০ রান তুলুক ভারত, এমনটাই চাইছেন ওয়াসিম।

ESPN Cricinfo কে ওয়াসিম জাফর বলেছেন,

“এর আগেই ভারত ১-০ ব্যবধানে পিছিয়ে গিয়েও ওডিআই সিরিজ জিতেছিলো। আবার এরকম করে দেখাতেই পারে তারা। কিন্তু বাংলাদেশ তাদের ঘরের মাঠে খুবই শক্তিশালী দল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।”

তিনি আরো বলেন,

“ভারতের ব‍্যাটিংয়ে উন্নতি করার প্রয়োজন। গত ম‍্যাচে ৩০ রান কম করেছিলো। ৫০ ওভার ব‍্যাট করতে পারেনি। দলের প্রথম নয় ক্রিকেটারের ঠিকঠাক ব্যাট করা উচিত। এই পিচে ২৩০-২৪০ করে লড়াই করা যায়।” (IND vs BAN 2022)

আরও পড়ুন : FIFA World Cup 2022 : ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন

বুধবারের ম‍্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বদল চান ওয়াসিম জাফর। কুলদীপ সেনের বদলে আক্সার প‍্যাটেল’কে খেলানো উচিত বলে মনে করেন তিনি। সাকিব আল হাসানের উদাহরণ টেনে ওয়াসিম বলেছেন বাঁ হাতি স্পিনার আক্সার প‍্যাটেল’ও সমান কার্যকর ভূমিকা দেখাতে পারেন এই পিচে। (IND vs BAN 2022)

“আমার মনে হয় আক্সার প‍্যাটেল খেলার মতো অবস্থায় থাকলে সোজা দলে ঢুকবে। কুলদীপ সেনের বদলে খেলবেন তিনি। প্রথম ম‍্যাচে বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান এই পিচে কি করেছে সেটা দেখা গেছে। আক্সার প‍্যাটেল কে খেলানো হোক, কারণ শাহবাজ আহমেদ এখনও নতুন আন্তর্জাতিক ক্রিকেটে, এখনই তার থেকে বেশি প্রত‍্যাশা রাখা উচিত হবে না।”

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার এড়াতে হলে বুধবার জিততেই রোহিত’দের। এর আগে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে ওডিআই সিরিজ জিতেছিলো বাংলাদেশ ২০১৫ সালে। (IND vs BAN 2022)

আরও পড়ুন : India vs Pakistan : ভারতীয়’রা চান পাকিস্তান ভারতে খেলতে আসুক, দাবী শাহীদ আফ্রিদি’র