
IND vs BAN 2022 – মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ’রা খুবই চোট প্রবণ। গুরুত্বপূর্ণ সিরিজ অথবা টুর্নামেন্ট শুরুর আগে তাদের চোট ভোগাচ্ছে ভারতীয় ক্রিকেট দল’কে। এরকম একটি সময় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম বলেছেন, তার মতে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে বেশি পরিমাণে ইয়ং ফাস্ট বোলারদের নেওয়ার প্রয়োজন আছে।
India News Sports এর একটি আলোচনায় সাব করিম বলেছেন, টিম ম্যানেজমেন্টর এবার বিশেষ করে দলের যুব তারকাদের দিকে বেশি করে নজর দেওয়ার প্রয়োজন আছে। দলে ফিট সিমারদের সংযুক্ত করার বিষয়ের উপর জোর দিয়ে তিনি বলেছেন, (IND vs BAN 2022)
“দলের মূল পেসাররা বারবার চোট পাচ্ছে, এটা ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাড়াচ্ছে। আমার মনে হয় এবার এই সব ক্রিকেটারদের পরিকল্পনার বাইরে রেখে এগানোর সময় এসেছে। আমাদের যুব শক্তি নির্ভর একটি পেস ব্রিগেড গড়ার সময় এসেছে। আমাদের অত্যাধিক ফিট বোলারদের প্রয়োজন আছে, যারা আরো বেশি আগ্রাসী মেজাজে বোলিং করতে পারবে। জাতীয় অ্যাকাডেমি, সেলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্ব তাদের ভালো ভাবে ঠিকঠাক করে নজরে রাখা, তাদের ফিটনেসের দিকে নজর রাখা।”
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (IND vs BAN 2022) মহম্মদ শামি’র খেলার কথা ছিলো, কিন্তু এই ভেটেরান ফাস্টবোলার চোটের জেরে ছিটকে বসেন সিরিজ শুরু’র ঠিক আগে। কাঁধের চোটের জন্যে বাংলাদেশ সফরের ওয়ানডেতে খেলা হলোনা শামির।
প্রায়ই ভারতীয় ক্রিকেট দলের পেসাররা চোট পেয়ে বসেন। বিষয়টা মারাত্মক চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে টিম ইন্ডিয়ার ফ্যানেদের কাছেও। পিঠের চোট পুরোপুরি না সেরে ওঠায় জসপ্রীত বুমরাহ এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারেননি।
Mohammad Shami sustained a shoulder injury in training and will miss the ODI series. He is also doubtful for the Test series.
— Sportskeeda (@Sportskeeda) December 3, 2022
We wish him a speedy recovery! 💪#BANvIND #India #TeamIndia #CricketTwitter pic.twitter.com/iFdlualf55
Hello from Dhaka 📍 for the 1️⃣st #BANvIND ODI 👋#TeamIndia pic.twitter.com/As9rLM4ZUi
— BCCI (@BCCI) December 4, 2022
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : উমরান বাংলাদেশ ওডিআই সিরিজে সুযোগ পাওয়ায় খুশি কোহলি’র ছোটবেলার কোচ
এরকম দলের তারকা পেসাররা ঘনঘন চোট পাওয়ায় ভারতের ক্রিকেট দলের কোনও সেটেলড বোলিং ইউনিট এখনও তৈরি হয়ে ওঠেনি। তালিকায় বড়ো বড়ো নামেদের ভিড়ে আছেন প্রসিদ্ধ কৃষ্ণাও, যিনি গত সেপ্টেম্বর মাসে পিঠে চোট পাওয়ার পর এখনও জাতীয় দলে সুযোগ পাননি।
এক’ই বিষয় কথা বলাকালীণ বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন ভারতীয় ক্রিকেট দল জাতীয় দলের বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে ব্যর্থ একেবারে।
শর্মার মতে গতবছর থেকে এই চোট পাওয়ার প্রবণতা বেড়েছে। টিম ইন্ডিয়ার এই সমস্যা সমাধানের অবশ্যই প্রয়োজন আছে বলে মত তার, বলেছেন,
“আমরা ফাস্টবোলার’দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে উঠতে পারছিনা কেনো ? আজ থেকে বছর খানেক আগে ছবিটা এরকম ছিলো না। নিশ্চয়ই কিছু সমস্যা তৈরী হয়েছে, না হলে এতো ভারতীয় ক্রিকেটারেরা চোট পাবে কেনো ? “
প্রসঙ্গত, ৪ ই ডিসেম্বর, অর্থাৎ রোববার ঢাকার ‘শের ই বাংলা’ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সিরিজের প্রথম ওডিআই খেলতে নামবে ভারত।
ওডিআই সিরিজে সিরিজে চোট পাওয়া মহম্মদ শামির পরিবর্তে উমরান মালিক’কে নেওয়া হয়েছে। শামি টেস্ট সিরিজ খেলবেন কিনা সেটাও এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলার শাহবাজ আহমেদ’কে নিয়ে অনেক আশা দীনেশ কার্তিকের