
IND vs BAN 2022 – রোববার ঢাকায় বাংলাদেশের কাছে ভারতের এক উইকেটে হারার পর ভারত অধিনায়ক রোহিত শর্মার ক্যাপ্টেন্সি এবং টিম ইন্ডিয়ার বোলিংয়ের দারুণ সমালোচনা করেছেন বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা। তার সাফ বক্তব্য এরকম পারফরম্যান্স মেনে নেওয়া যায়না কখনও।
ম্যাচে এক উইকেটে বাংলাদেশের কাছে হেরে গেছিলো ভারত। তার ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ৪১.২ ওভার ব্যাট করে ১৮৬ রানে অল আউট হয়ে গেছিলো ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ অবধি মেহেদী হাসান মিরাজের ৩৯ বলে অপরাজিত ৩৮* রানের ইনিংসের উপর নির্ভর করে ১ উইকেটে ম্যাচ জেতে ভারত। (IND vs BAN 2022)
ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের চরম সমালোচনা করেছেন রাজকুমার শর্মা। তিনি India News কে বলেন,
“মেনে নিচ্ছি ভারতীয় বোলাররা অতোটা অভিজ্ঞ নয়। তবে কোনও দলের ১১ নম্বর ব্যাটার কে যদি আউট করতে না পারে, তাহলে বোলারদের কাছে সেটা অত্যন্ত চিন্তার বিষয়। এধরনের বোলিং এবং ক্যাপ্টেন্সি কোনও ভাবে মেনে নেওয়া যায় না। এই হারের কোনও ব্যাক্ষা নেই।”
মিরাজ এবং মুস্তাফিজুর রহমান (১১ বলে ১০* অপরাজিত) মিলে শেষ উইকেটে ৫১ রান জুড়েছিলেন, তার সুবাদে ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত জয় তুলে নেয় ম্যাচে। শুধু ভারতের বোলিং’ই নয়, রোহিতের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। (IND vs BAN 2022)
A sensational tenth-wicket partnership has given Bangladesh a win to start off the series 👏
— ICC (@ICC) December 4, 2022
Read More 👉 https://t.co/SAvw1g7U2X#BANvIND pic.twitter.com/BkDYkhHizx
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : দলের লজ্জার হারের দিন মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
Things went right down to the wire but it was Bangladesh who won the first ODI.#TeamIndia will look to bounce back in the second ODI of the series 👍 #BANvIND
— BCCI (@BCCI) December 4, 2022
Scorecard 👉 https://t.co/XA4dUcD6iy pic.twitter.com/Ko3Snyqdpp
ঢাকায় ভারতের ওয়ানডে ম্যাচে হারের পর রাজকুমার শর্মা বলেছেন অহেতুক ভারতীয় ক্রিকেট দলের আর কোনও পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হবে না। মাত্রাতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে খুব ভুগছে ভারতীয় দল, এমনটাই দাবি করেছেন তিনি,
“বড্ডো বেশি পরিমাণে পরীক্ষা নিরীক্ষা চলছে এসময়, ভারতীয় দলে। এক’ই সময় দুটো ভিন্ন দল খেলছে। ভারতের একটা নির্দিষ্ট দল নিয়ে খেলা উচিত। একটা নির্দিষ্ট টেমপ্লেট ফলো করা উচিত। ১০ ওভারে ৬০/০ প্রয়োজন নাকি ৮০/৩ সেটা স্পষ্ট করা উচিত তাদের। দলের খেলোয়াড়দের দায়িত্ব গুলো স্পষ্ট করে দেওয়া দরকার। তাদের স্পষ্ট ধারণা এবং আত্মবিশ্বাস দেওয়ার প্রয়োজন আছে।”
এক’ই আলোচনায় উপস্থিত সাবা করিম বলেছেন, এবার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের এটা মেনে নেওয়ার যে, কোথাও কিছু ভুল ঘটছে ভারতীয় দলে। তিনি বলেন,
“সমস্যা ঠিক কোথায় সেটা ব্যক্ত করছেনা তারা। তারা এখনও ভাবছেন এরকম ওঠাপড়া লেগেই থাকে, প্লেয়াররা জানে কিভাবে এগিয়ে যেতে হবে। সমস্যার সমাধান তখনই হবে যখন মনে হবে সত্যিই সমস্যা আছে।”
বুধবার ঢাকায় চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। (IND vs BAN 2022)