IND vs BAN 2022 : ভারতীয় ক্রিকেটারদের আইপিএল ছেড়ে দেশের কথা ভাবতে বললেন প্রাক্তন পাক স্পিনার

0
12
IND vs BAN 2022 : “Stop thinking about the IPL and think about the country” - Danish Kaneria’s advice to Indian players after loss to Bangladesh
IND vs BAN 2022 : “Stop thinking about the IPL and think about the country” - Danish Kaneria’s advice to Indian players after loss to Bangladesh

IND vs BAN 2022 – আইপিএলের থেকে ফোকাস সরিয়ে ভারতীয় ক্রিকেটারদের উচিত দেশের হয়ে খেলার প্রতি মনোযোগ দেওয়া, এমনটাই বললেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার লেগ স্পিনার দানীশ কানেরিয়া।

মেন ইন ব্লু’রা যদি দেশের খেলার উপর অধিক গুরুত্ব আরোপ না করে তাহলে এরকম বাংলাদেশের বিরুদ্ধে আরো সিরিজ হারবে ভারতীয় ক্রিকেট দল। (IND vs BAN 2022)

বুধবার ঢাকায় ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম‍্যাচে হেরে গেছিলো। ২৭২ রান তাড়া করতে নেমে ভারতীয় দল ২৬৬ রানে তাদের ইনিংস শেষ করে, ৯ উইকেটে। ভারতের হয়ে হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (৮২), আক্সার প্যাটেল (৫৬) এবং অধিনায়ক রোহিত শর্মা (৫১*)। এর আগে টিম ইন্ডিয়া প্রতি ওডিআই ম‍্যাচে এক উইকেটে হেরে গেছিলো, তাই এক ম‍্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ হেরে বসে টিম ইন্ডিয়া।

নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে বাংলাদেশের কাছে ভারতের হারের বিষয় আলোচনা করা কালীণ কানেরিয়া বলেছেন,

“আইপিএল নিয়ে ভাবা বন্ধ করুক ভারতীয় ক্রিকেটারেরা, দেশের ক্রিকেট নিয়ে ভাবুক এবার। কারণ দেশের ক্রিকেট ফ্রাঞ্চাইজি ক্রিকেটের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। হ‍্যাঁ ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেললে টাকা পাওয়া যায়, কিন্তু সেটা তো দেশের ক্রিকেটের ক্ষেত্রেও হয়। যতোদিন না ক্রিকেটারেরা দেশের ক্রিকেট কে গুরুত্ব দেবেনা ততদিন জারি থাকবে এরকম ফলাফল।”

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ব্রাজিলকে সাপোর্ট করতে কাতারে থেকে গেলেন জার্মান তারকার স্ত্রী

বুধবার বাংলাদেশের (IND vs BAN 2022) কাছে সিরিজ হারের মধ্যে দিয়ে এই নিয়ে টানা দুই বার সেদেশে ওডিআই সিরিজ হারলো ভারত, এর আগে তারা হেরেছিলো ২০১৫ সালে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৫ সালে ১-২ ব্যবধানে।

এখন প্রায় ঘনঘন বদল লক্ষ‍্য করা যায় ভারতের দলে। টিম ইন্ডিয়ার ম‍্যানেজমেন্টের এই বিষয়টির তীব্র সমালোচনা করেছেন কানেরিয়া, তিনি বলেন,

“ঘন ঘন দলে বদল আনায়, ঠিকঠাক ছন্দ খুঁজে পাচ্ছেনা ভারতীয় দল। যে সকল ক্রিকেটারেরা ফর্মে থাকছে তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে। যারা ফর্মে নেই তারা খেলছে। এই ভারতীয় দলটা পুরোপুরি ভেঙে পড়েছে, নাহলে এই দলটার মধ্যে লড়াই করার রসদ নেই। দলের ব‍্যাটার’রা নিজেদের ব‍্যাটিং পজিশন সম্পর্কে ধারণা  তৈরী করতে পারছেনা, গত কয়েক বছর ধরে তারা বিভিন্ন পজিশনে ব‍্যাট করে এসেছে। বোলিং আক্রমনে বদল এসেছে বারবার। কোনও সঠিক পরিকল্পনা নেই, আমার তো মনে হয়না কোনও পরিকল্পনা করা হয় বলে। ভারতের ক্রিকেটের ভালো অধঃপতন হয়েছে, আমার মনে হচ্ছে বাংলাদেশ টেস্ট সিরিজ’ও জিতে যাবে।”

শনিবার চট্টগ্রামে ভারত – বাংলাদেশের মধ্যে তৃতীয় ওডিআই ম‍্যাচ খেলা হবে। এরপর দুটো টেস্ট ম্যাচ খেলবে দুই দেশ। (IND vs BAN 2022)

আরও পড়ুনঃ BCCI : নতুন বছরের শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের ক্রীড়াসূচী প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড