IND vs BAN 2022 : শুভমান ভবিষ্যতের কিংবদন্তি, মত যুবরাজ সিংয়ের

0
27
IND vs BAN 2022 :
IND vs BAN 2022 : "Shubman Gill is destined for greatness in the next 10 years" - Yuvraj Singh

IND vs BAN 2022 – আগামী দশ বছরে শুভমান গিল নিজেকে অন‍্য মাত্রায় নিয়ে যাবে, এমনটাই বলেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। যুবরাজের মতে শুভমান খুব পরিশ্রমী, তার ধারাবাহিকতা দেখে মুগ্ধ তিনি।

লকডাউনে শুভমানের সাথে প্রচুর সময় কাটিয়েছেন যুবরাজ। ওই সময় নিজের খেলার উন্নতির জন্যে প্রচুর খেটেছিলেন গিল, সাদা বলের ক্রিকেটে তার সাম্প্রতিক তম পারফরম্যান্স প্রভাবিত করেছে যুবি’কে। (IND vs BAN 2022)

এখনও অবধি ভারতের হয়ে ১১ টা টেস্ট এবং ১৫ টা ওডিআই খেলেছেন শুভমান। ওডিআই কেরিয়ারের শুরুয়াতটা দারুণ তার। এখনও অবধি ৫৭.২৫ গড়ে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। গিলের প্রশংসা করে যুবরাজ বলেছেন,

“শুভমান খুব পরিশ্রমী, এইমুহুর্তে প্রায় প্রতিটা বিভাগেই দারুণ উন্নতি করেছে। আমার বিশ্বাস আগামী দশ বছরে কিংবদন্তি ক্রিকেটার হয়ে উঠবে ও।”

বাংলাদেশ সফরের (IND vs BAN 2022) ওডিআই দলে সুযোগ হয়নি শুভমানের। তবে যুবরাজ সিংয়ের মতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে ওপেন করবেন শুভমান। যুবরাজ বলেছেন,

“আমার মনে হয় শুভমান ভালো খেলছে, ধারাবাহিক ভাবে ভালো খেলছে। আমার মনে হয় ২০২৩ বিশ্বকাপে ওপেন করার ব‍্যাপারে সবচেয়ে বড়ো দাবীদার ও।”

আরও পড়ুনঃ Surya Kumar Yadav : মুম্বইয়ের হয়ে রঞ্জির দ্বিতীয় রাউন্ডে খেলবেন সূর্য কুমার যাদব

নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যথাক্রমে ৫০, ৪৫* এবং ১৩ রান করেছিলেন শুভমান গিল। অবশ্য সেই সিরিজে ১-০ ব্যবধানে হেরে গেছিলো ভারত। (IND vs BAN 2022)

যুবরাজ শুভমান কে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে ওপেন করতে দেখলেও শুভমানের মাথায় অবশ্য সেই ভাবনা নেই। নিউজিল্যান্ড সফরে থাকা কালীণ তিনি বলেছিলেন,

“এখনও ২০২৩ সালের বিশ্বকাপে খেলা নিয়ে কিছু ভাবছিনা আমি। এখন আমার পুরোপুরি ফোকাস দেশের হয়ে খেলতে পারার সুযোগ গুলোর উপর পুরোপুরি ফোকাস রাখা। দেশের জন্য বড়ো স্কোর করতে চাই। এটাই আমার চলতি সিরিজের’ও পরিকল্পনা।”

চলতি বছর ১১ টা ওয়ানডে ম‍্যাচ খেলেছেন শুভমান গিল। সেখানে ৭৮.১২ গড়ে তিনি করেছেন ৬২৫ রান। করেছেন একটি সেঞ্চুরি, চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১৩০ রান। এদিন বারবার বৃষ্টি এসে থমকে দিয়েছিলো ম‍্যাচ, তার জন্যে পরিকল্পনা মাফিক খেলা যায়নি বলেই জানিয়েছেন গিল।

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ইংল্যান্ডের