
IND vs BAN 2022 – অভিজ্ঞ ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের ওয়ানডে ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মাত্র ১৮ রান করেছিলেন তিনি, ৫১.৪২ গড়ে। এরকম একটা সময় ইশান কিষাণের তৃতীয় ওডিআই ম্যাচে করা ডবল সেঞ্চুরি আরও আঁধারে ঠেলেছে ধাওয়ানের ওডিআই ভবিষ্যৎ’কে।
কিষাণ, গিল, পৃথ্বীর মতো প্রতিভাবান ওপেনার রা উঠে এসেছে। এরকম সময় জাতীয় দলের কি ধাওয়ান’কে পরিকল্পনার বাইরে রাখা উচিত, এরকম একটা প্রশ্ন নিজের YouTube চ্যানেলের ভিডিওতে মুখোমুখি হয়েছিলেন আকাশ চোপড়া। তিনি বলেন, (IND vs BAN 2022)
“এই প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। শিখর ধাওয়ানের জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এটা স্বীকার করি। এরকম নয়, যে উনি রান করতে পারছেন না। কিন্তু কেরিয়ারে এরকম কিছু সময় আসে, যেখানে কখনও কোনও ক্রিকেটার নিজেকে দেখার কথা ভাবতেই পারে না।”
বয়সটাও বড্ডো বেশি হয়ে গেছে ধাওয়ানের। আকাশের মতে হয়তো সেটাও প্রভাব ফেলছে। ৩৭ বছর বয়সী এই ওপেনার সম্পর্কে আকাশ আরও বলেন, (IND vs BAN 2022)
“ধাওয়ানের পারফরম্যান্স খারাপ নয়, আসলে ব্যাপার হলো উদীয়মান ক্রিকেটারেরা খুব ভালো খেলছে এখন। বয়সটা বেড়েছে ধাওয়ানের, অন্য ক্রিকেটারেরা তার তুলনায় বয়সে অনেকে ছোটো হওয়ায় ক্রমশ আউট অফ ফেভার হয়ে পড়ছেন তিনি। কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন শিখর ধাওয়ান।”
A BCCI Source said – "A call on Shikhar Dhawan's future will only be taken after new selection committee is appointed. But Rahul Dravid & Captain Rohit Sharma's view can't be ignored". (To PTI)
— CricketMAN2 (@ImTanujSingh) December 11, 2022
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : পূজারা’র কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজ, বললেন কার্তিক
এবছর ২২ টা ইনিংস খেলেছিলেন ধাওয়ান। ৩৪.৪০ গড়ে সেখানে রান করেছেন ৬৮৮, স্ট্রাইক রেট ৭৪.২১। শেষ ১১ ইনিংসে এই বাঁ হাতি ব্যাটার একটা মাত্র হাফ সেঞ্চুরি করেছেন, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭২ রান। (IND vs BAN 2022)
বর্তমানে একটি মাত্র ফর্ম্যাটেই দেশের জার্সি গায়ে খেলার সুযোগ পান শিখর ধাওয়ান, সেই ওয়ানডে দলে জায়গা ইশান কিষাণ, শুভমান গিলের কাছে হারাতে চলেছে ধাওয়ান, এমনটাই আশঙ্কা করছেন আকাশ চোপড়া। তিনি বলেছেন,
“ধাওয়ানের কাছে ব্যাপারটা ভীষণ দুর্ভাগ্যজনক। দেশের হয়ে টেস্ট, টি টোয়েন্টি তে খেলার সুযোগ পায়না। একটাই ফর্ম্যাটে খেলেন এখন, যেখানে তার পারফরম্যান্স দারুণ। কিন্তু দল যদি বেটার অপশনের দিকে ঝোঁকে তাহলে তা এখন মজুদ। ডান হাতি ওপেনার চাইলে শুভমান গিল, বাঁ হাতি ওপেনার চাইলে ইশান কিষাণ।”
আগামী কয়েক মাসের মধ্যে শিখর ধাওয়ান কে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করেন আকাশ। তার বক্তব্য,
“কে এল রাহুল ডাউন দ্য অডারে খেলতে নামছে, রোহিত শর্মা ওপেনার’ই। তাই এই দলে কি শিখর ধাওয়ানের থাকার জায়গা আছে। তাই আগামী কয়েক মাস খুব ক্রিটিক্যাল ওর জন্যে, নতুন সিলেকশন কমিটি কি ভাবছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট’এর সিদ্ধান্ত’ও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এব্যাপারে।”
সব মিলিয়ে শিখর ধাওয়ানের কাছে ওয়ানডে দলে জায়গা ধরে রাখা ভীষণ কঠিন এখন।
আরও পড়ুনঃ IND W vs AUS W : সুপার ওভারে রুদ্ধশ্বাস জয়, অসিদের বিরুদ্ধে সিরিজে সমতায় ফিরলো ভারত