![IND vs BAN 2022 : Shikhar Dhawan makes a mess of a reverse sweep attempt to lose his wicket in 1st ODI against Bangladesh [WATCH] IND vs BAN 2022 : Shikhar Dhawan makes a mess of a reverse sweep attempt to lose his wicket in 1st ODI against Bangladesh [WATCH]](https://www.onplaygrounds.com/wp-content/uploads/2022/12/Bangladesh13-696x392.png)
IND vs BAN 2022 – রোববার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে মাত্র সাত রান করে আউট হয়ে গেছেন শিখর ধাওয়ান।
বাংলাদেশ সফরে (IND vs BAN 2022) অধিনায়কত্বের চাপ নেই ধাওয়ানের, রোহিত শর্মা ফিরেছেন জাতীয় দলে। টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ, নতুন বল খেলতে নেমেছিলো ধাওয়ান।
মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে স্যুইপ শট খেলতে গেছিলেন ধাওয়ান। কিন্তু বল তার কব্জিতে লেগে স্টাম্পে গিয়ে লাগে। খুব দ্রুত আউট হয়ে যেতে পারে এর ফলে। যা সংশ্লিষ্ট ম্যাচে চাপে ফেলে দেয় ভারতকে। (IND vs BAN 2022)
ইনিংসের শুরুটা দারুণ ভাবে করেছিল ধাওয়ান।শুরুতেই চার মারেন তিনি। অফস্পিনের বিরুদ্ধে বরাবর পরিসংখ্যান খারাপ ধাওয়ানের, মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধেও তাকে খুব একটা সাবলীল দেখাইনি তাকে। লিটন দাস চার নম্বর ওভারে মিরাজ’কে বোলিং করাতে আনেন। (IND vs BAN 2022)
Virat Kohli departs for cheap 🤯#crickettwitter #indvsban pic.twitter.com/2Oh2GJqITT
— Sportskeeda (@Sportskeeda) December 4, 2022
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশ্বকাপের আসরে মারাদোনা, রোনাল্ডো’কে টপক গেলেন মেসি
মেন ইন ব্লু’র হয়ে এদিন ম্যাচে ওপেন করতে নেমে রোহিত শর্মার সাথে ২৩ রান জুড়েছিলেন শিখর ধাওয়ান। এরপর অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে ইনিংস মেরামতের চেষ্টা করে।
এরপর বাংলাদেশের স্পিনার’রা চাপে ফেলে দেয় ভারতীয় দলকে। পাওয়ার প্লে’তে মোট ৪৮ রান তোলে ভারত। সাকিব আল হাসান আক্রমণে এসে তিন বলের ফারাকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট তুলে নেন তিনি। ১১ ওভারে ৪৯ রানের মাথায় ৩ উইকেট হারায় ভারত। এই প্রতিবেদন লেখার সময় কে এর রাহুল এবং শ্রেয়স আইয়ার ব্যাট করছেন।
India Playing XI: Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Shahbaz Ahmed, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj, Kuldeep Sen
Bangladesh Playing XI: Litton Das(c), Anamul Haque, Najmul Hossain Shanto, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Hasan Mahmud, Mustafizur Rahman, Ebadot Hossain
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : চোটের জন্যে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে বাদ পড়লেন ঋষভ পন্ত