
IND vs BAN 2022 – বুধবার শুরু হবে ভারত – বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে অ্যাম্বুলেন্সে চড়ে হাসপাতালে ছুঁটলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তারকা এই অলরাউন্ডার’কে এদিন অনুশীলনে ঢুকতে দেখা গেলেও, সকাল দশটা নাগাদ মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে দেখা যায়।
ভারতের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচে খেলেছিলেন সাকিব। পরবর্তী সময়ে টেস্ট দলের অধিনায়কের চোট পাওয়ার ব্যাপারে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, (IND vs BAN 2022)
“খুব গুরুতর কোনও চোট পাইনি সাকিব। আসলে মাঠে কোনও যানবাহনের ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিলো তাকে। মাসলে স্টিফনেস অনুভব করায় হাসপাতালে পাঠানো হয়েছিল তাকে।”
চলতি বছর জুন মাসে বাংলাদেশের টেস্ট অধিনায়ক করা হয় সাকিব’কে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে ফের টেস্টে অধিনায়কত্ব দেন তিনি। সেই দুই টেস্ট ম্যাচে হেরে গেছিলো বাংলাদেশ। (IND vs BAN 2022)
হাসপাতালে শারীরিক সমস্যার চিকিৎসা করিয়ে ফের বাংলাদেশ অধিনায়ক ফের অনুশীলনে ফিরেছেন বলে শোনা যাচ্ছে। তাই প্রথম টেস্টে না খেলার কোনও কারণ নেই। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : সেমিফাইনালের আগে মেসির লিডারশিপের গুন জানালেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি
Wickets of Rohit Sharma and Virat Kohli in the same over! 💥
— ICC (@ICC) December 4, 2022
A brilliant show with the ball from Shakib Al Hasan in the first #BANvIND ODI 💪 pic.twitter.com/r6zjCOSd38
The Two Captains – @klrahul & Shakib Al Hasan pose with the silverware ahead of the two-match Test series.#BANvIND pic.twitter.com/IlcH39MncZ
— BCCI (@BCCI) December 12, 2022
সদ্য ওডিআই সিরিজে ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ, এবার টেস্ট সিরিজেও সেই ছন্দ ধরে রাখতে চাইবে তারা। প্রসঙ্গত, ভারতকে এখনও কোনও টেস্ট ম্যাচে হারাতে পারেনি বাংলাদেশ। (IND vs BAN 2022)
Bangladesh squad: (IND vs BAN 2022)
Shakib Al Hasan (Captain), Mahmudul Hasan Joy, Najmul Hossain Shanto, Mominul Haque, Yasir Ali, Mehidy Hasan Miraz, Mushfiqur Rahim, Litton Das, Nurul Hasan, Zakir Hasan, Anamul Haque, Taijul Islam, Taskin Ahmed, Khaled Ahmed, Ebadot Hossain