IND vs BAN 2022 : স্পিনের নজরকাড়া ভেল্কিতে ভারত ক‍্যাপ্টেন রোহিত শর্মার উইকেট নিলেন সাকিব, দেখুন ভিডিও

0
21
IND vs BAN 2022 : Shakib AL Hasan cleans up Rohit Sharma with a ripper in 1st ODI between India and Bangladesh [Watch]
IND vs BAN 2022 : Shakib AL Hasan cleans up Rohit Sharma with a ripper in 1st ODI between India and Bangladesh [Watch]

রোববার বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে শুরুটা ভালো করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শেষ অবধি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে পরাস্ত হন তিনি।

ভারত অধিনায়ক’কে ছন্দে পাওয়া গেছে শুরু থেকেই। বেশ কিছু বাউন্ডারি মারার পাশাপাশি ট্রেডমার্ক পুল শটে ছক্কা হাঁকান হিটম‍্যান। কিন্তু সাকিব তার উইকেট তুলে নিয়েছিলেন এদিন। (IND vs BAN 2022)

বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ডেলিভারি ভারত অধিনায়কের ব‍্যাট – প‍্যাড থেকে গলে গিয়ে উড়িয়ে দেয় স্টাম্প, ৩১ বলে ২৭ রান করে আউট হয়ে যায় রোহিত। দারুণ ছন্দে দেখাচ্ছিলো তাকে। (IND vs BAN 2022)

নিজের স্পেলের প্রথম ওভারে বোলিং করতে এসে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে দুর্দান্ত চমক দেন সাকিব। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে খেলার শুরু থেকেই ভারতের উপর ক্রমশ চাপ সৃষ্টি করে বাংলাদেশের বোলার’রা।

এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই একেবারেই ছন্দে ছিলেন রোহিত। তার জন্যে চরম সমালোচনা হজম করতে হয়েছে তাকে। টি ২০ বিশ্বকাপে ছয় ম‍্যাচে ১৯.৩৩ গড়ে মাত্র ১১৬ রান করেছিলেন হিটম‍্যান।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : জন্ম, মৃত্যু এবং শ্রেয়স আইয়ারের শট বলে আউট হওয়া, তিন চির সত‍্য জীবনের, নেটিজেনরা হতাশ ভারত তারকাকে আউট হতে দেখে

টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ক্রিকেট থেকে নিজেকে খানিকটা দুরে সরিয়ে রেখেছিলেন রোহিত। খেলেননি নিউজিল্যান্ড সফরে।

৩৫ বছর বয়সী এই ভারতীয় ব‍্যাটার ব‍্যর্থ হলেন সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে। আগামী ৭ এবং ১০ ই ডিসেম্বর, সিরিজের বাকি দুই ওডিআইতে তার ব‍্যাট জ্বলে উঠুট, বর্তমানে এমনটাই চাইছেন সকলে।

৫০ ওভারের সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ভারত। আগামী ১৪ ই ডিসেম্বর চট্টগ্রামে জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ, দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ শে ডিসেম্বর ঢাকায়।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ভারতের টপ অর্ডার ফিনিশড, ক্ষোভে ফুঁসছেন ভারতবাসী