রবিবার অর্থাৎ আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ (IND vs BAN 2022) শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে দলে ছিলেন না টিম ইন্ডিয়া’র রেগুলার ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের মত একঝাঁক সিনিয়র খেলোয়াড়’রা। কিউই’দের দেশে তরুণ ক্রিকেটার’দের ওপরেই ভরসা দেখাতে হয়েছিলো ভারতীয় দল’কে।
সেখানে টি-২০ সিরিজে ভারত জিতলেও, শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ওয়ানডে দলের কপালে জুটেছে পরাজয়। তবে লিটন’দের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই নামতে চলেছে ভারত। (IND vs BAN 2022)
টি-২০ বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন দলের অধিকাংশ তারকা। বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তারা। সেইমত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বাংলাদেশ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুক্রবার ছিলো ঐচ্ছিক প্র্যাক্টিস। এদিন গা ঘামাতে দেখা গেছিলো বিরাট কোহলি, রোহিত শর্মা’দের। অনুশীলন শেষে ভারতীয় তারকা ক্রিকেটার’দের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তদের মাঠে ফেরার অনুভূতি। সেক্ষেত্রে বাদ যাননি রোহিত’ও।
তবে মাঠে তিনি যতই দলের অধিনায়ক হন না কেনো, মাঠের বাইরে ‘বস’ যে ঘরণী ঋতিকা’ই তা রোহিত শর্মা বুঝলেন আরও একবার। গতকাল প্র্যাক্টিস শেষে রোহিত ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন। তাতে চারটি ছবি দিয়ে ভারত অধিনায়ক পোস্টের ক্যাপশনে লেখেন, “ব্যাক ইন অ্যাকশন।” (IND vs BAN 2022)
বিশ্রামের পর সদ্য সবুজ ঘাসের আঙিনায় ফিরেছেন তিনি, অনুরাগীদের এমনটাই বলতে চেয়েছিলেন রোহিত। কিন্তু তাতে রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ টিপ্পনি কাটতে ছাড়েননি। রোহিতের পোস্টে কমেন্ট করে ঋতিকা লেখেন, “তৃতীয় ছবিটা দেখে তো মনে হচ্ছে না অ্যাকশনে ভরপুর কিছু।”
আসলে বাকি ছবিগুলিতে ব্যাট হাতে প্র্যাক্টিস করতে দেখা গেলেও তৃতীয় ছবিটি’তে রিল্যাক্স মুডে একটি চেয়ারে বসে ছিলেন রোহিত। সেটা কি করে ‘অ্যাকশন’ হতে পারে, সেই প্রশ্ন তুলেই ভারত অধিনায়ক’কে ট্রোল করেছেন স্ত্রী ঋতিকা। তবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঋতিকা’কে কোনো জবাব অবশ্য ‘হিট-ম্যান’ দেননি। ফর্ম সমস্যায় জেরবার ছিলেন তিনি অস্ট্রেলিয়া’য়। বাংলাদেশ সফরে রানের মধ্যে ফেরাই এখন চরম লক্ষ্য তার। (IND vs BAN 2022)
প্রসঙ্গত, বাংলাদেশ সিরিজেই দলে ফেরার কথা ছিলো অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা’র। এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং-এর বিপক্ষে ম্যাচের পর হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘদিন রয়েছেন দলের বাইরে। খেলেননি টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধেও খেলা হচ্ছে না তার। ঠিকঠাক এখনও সেরে ওঠেননি তিনি, এমনই খবর ভারতীয় বোর্ড সূত্রে। (IND vs BAN 2022)
তাই প্রাথমিকভাবে দলে থাকলেও বাদ দিতে হয়েছে তাকে। তার বদলে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ। এছাড়াও টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশেই ফিরতে চলেছিলেন পেসার মহম্মদ শামি। চোটের কবলে পড়ে বিদায় নিতে হয়েছে তাকেও। শামি’র পরিবর্তে দ্রুত গতির পেসার উমরান মালিক’কে সুযোগ দিয়েছে ভারত।
সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচ খেলেছেন তিনি। দুই ইনিংসে বল করার সুযোগ পেয়ে জম্মু-কাশ্মীরের এই এক্সপ্রেস পেসার ৩ টি উইকেট তুলে নিয়েছিলে। এই দুই পরিবর্তন ছাড়া মোটামুটি সিনিয়র ও জুনিয়র’দের নিয়ে গড়া দলে ভারসাম্য রয়েছে ‘মেন ইন ব্লু’র। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে সেরা এগারো খুঁজে নিতে এই সিরিজ’কে পাখির চোখ করছে ‘টিম ইন্ডিয়া’। (IND vs BAN 2022)
India’s squad for IND vs BAN 2022 Series :
Rohit Sharma (C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.