
ঢাকায় বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ফের আরেকবার শট বলে পরাস্ত হলেন শ্রেয়স আইয়ার। ৩৯ বলে ২৪ রান করে আউট হন শ্রেয়স আইয়ার, ইনিংসের ২০ তম ওভারে এবাদত হোসেন তুলে নেন আইয়ারের উইকেট।
টি টোয়েন্টি হোক বা ওয়ানডে, কিংবা টেস্ট – যেকোনও ফর্ম্যাটেই শ্রেয়স আইয়ারের সবচেয়ে বড়ো সমস্যা শর্ট বল। রোববার ম্যাচেও ফের আরেকবার তার’ই শিকার হলেন তিনি। (IND vs BAN 2022)
চলতি বছর ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়স আইয়ার, এদিন ঢাকায় সিরিজের (IND vs BAN 2022) প্রথম ওয়ানডে ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটা প্রত্যাশা করেছিলেন সকলে।
ইনিংসের ১০ নম্বর ওভারে রোহিত শর্মা আউট হলে ব্যাট করতে আসেন শ্রেয়স আইয়ার। ক্রিজে থিতু হতে খানিকটা সময় নেন শ্রেয়স। তবে ইনিংসের শুরু থেকে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর এবং এবাদত মারাত্মক চাপে ফেলার চেষ্টা করে শ্রেয়স করে। (IND vs BAN 2022)
নিজের স্পেলের পঞ্চম ওভারে শ্রেয়স আইয়ার’কে আউট করে দেন এবাদত, নিখুঁত শট বলে। মুশফিকুর রহিম’কে খুব একটা সমস্যায় পড়তে হয়নি ক্যাচ নিতে। শ্রেয়স কে আরেকবার শট বলে ব্যর্থ হতে দেখে ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় ফ্যানেরা।
Shreyas Iyer facing short balls… pic.twitter.com/I5R7fdq8mw
— பிரசன்ன வெங்கடேசன் (@prasannaR_) December 4, 2022
Shreyas Iyer has been playing international cricket for so long and he still doesn't know how to play short balls. Common @BCCI give half that many chances to Sanju Samson.
— letters from the basement (@lftbmedia) December 4, 2022
And what is a 40 year old Dhawan doing in ODI team. Don't we already have a unfit opener
Iyer needs to take a leaf out of Raina's book
— Sunny (@Onestlybrutal) December 4, 2022
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ভারতের টপ অর্ডার ফিনিশড, ক্ষোভে ফুঁসছেন ভারতবাসী
Shreyas Iyer when he sees short balls pic.twitter.com/Ci5B099e11
— ▄︻̷̿┻̿═━一 (@NO_VIS0R) December 4, 2022
Shreyas Iyer and short ball..This is so ugly to see. You can't see any improvement and if you can't handle short ball even in this kind of slow surface and against these medium fast bowlers then you are done and dusted.#BANvIND #INDvsBAN
— legendrock31 (@Munnaaaaahhhhh) December 4, 2022
ম্যাচে প্রথম ১১ ওভারে ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর চতুর্থ উইকেটে রাহুলের সাথে ৪৩ রান জোড়েন শ্রেয়স আইয়ার। তিনি আউট হলে ভারতের স্কোর হয়ে দাড়ায় ৪ উইকেটে ৯২ রান।
ঋষভ পন্ত,সঞ্জু স্যামসন এবং সূর্য কুমার যাদব ওয়ানডে দলে না থাকার প্রভাব ফেলেছে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপে। সেটা এই ম্যাচ দেখে স্পষ্ট একপ্রকার।
India Playing XI: Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Shahbaz Ahmed, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj, Kuldeep Sen
Bangladesh Playing XI: Litton Das(c), Anamul Haque, Najmul Hossain Shanto, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Hasan Mahmud, Mustafizur Rahman, Ebadot Hossain
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : দুরন্ত ক্যাচে কোহলি’কে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, দেখুন ভিডিও