IND vs BAN 2022 – দলের প্রয়োজনের দিন জ্বলে উঠতে ব্যর্থ ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের বাউন্সার সামাল দিতে গিয়ে মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১০ বলে ৮ রান করে আউট হয়ে যান২.৫ ওভার শেষে ভারতের স্কোর হয়ে দাড়ায় ১৩/২।
আঙুলে চোট লাগায় রোহিত শর্মা ওপেন করতে নামেন। ১০ ওভারে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এখানে বলে রাখি ভারত প্রথম ওডিআই ম্যাচে ১ উইকেটে হেরে গেছিলো, ধাওয়ান সেই ম্যাচে ৭ রান করে আউট হয়েছিলেন। (IND vs BAN 2022)
এর আগে ৩৭ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৭২ রান করা ছাড়া আর কিছুই করতে পারেননি। এর আগে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফ্লপ হয়েছিলেন তিনি। টানা এমন ব্যর্থতার পর অনেকেই ধাওয়ানের সমালোচনা করেছেন, কেউ কেউ অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন তারকা ভারতীয় কে ব্যাটার’কে। (IND vs BAN 2022)
Shikhar Dhawan please just retire, don't spoil yours ODI legacy👍
— pethadpreet123 (@pethadpreet123) December 7, 2022
Thank you Shikhar Dhawan for all the memories…our best batsman of ICC ODI events since Sachin…wish you finished with 20 100s
— JSK (@imjsk27) December 7, 2022
If Shikhar Dhawan goes on to still play the next year's World Cup, then India will fall prey to the "reputation over form" bug AGAIN!
— CricTalker (@CricTalker) December 7, 2022
India Should have opened with Shubman Gill
— M U A Z 🍷 (@_MuazAliCC) December 7, 2022
In place of Shikhar Dhawan
If Shikhar Dhawan has some shame left then he should retire gracefully, now he has become a real pain in the ass.#BANvIND #INDvBAN
— Vipul Ghatol 🇮🇳 (@Vipul_Espeaks) December 7, 2022
অবশ্য এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো খেলেছিলো শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৬৮ রান করেছিলো ধাওয়ান, জিম্বাবোয়ে সফরে করেছিলেন ১৫৪ রান। শুভমান গিলের পর দুই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। (IND vs BAN 2022)
দেশের হয়ে খেলা শেষ ৩৫ টা ওয়ানডে ম্যাচে একটাও সেঞ্চুরি করেননি শিখর ধাওয়ান। ২০১৯ সালে জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে এই সময় ১২টা হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
এবছর ২০ ম্যাচে ৩৭.৬১ গড়ে ৬৭৭ রান করেছিলেন ধাওয়ান। এমনিতেই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শুভমান গিল কড়া নাড়ছে খেলার জন্যে। তাই ধাওয়ান কে এই সিরিজে বড়ো স্কোর করতেই হবে।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ২০১৪ সালের পর ওডিআইতে ওপেন করলেন বিরাট কোহলি, ফিরলেন ৫ রান করে