IND vs BAN 2022 – বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে ঋষভ পন্তকে। দলে বেশ কিছু বদল এসেছে।
ওডিআই সিরিজের (IND vs BAN 2022) দ্বিতীয় ম্যাচ খেলাকালীণ চোট পান রোহিত শর্মা। আঙুলে চোট পেয়েছেন। তাই প্রথম টেস্টে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্ত দায়িত্ব সামলাবেন, সেটাই মনে করা হচ্ছিলো। কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি।
ইদানিং সময়ের পন্তের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। তবে শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই, টি টোয়েন্টি সিরিজে সহ অধিনায়ক ছিলেন তিনি। (IND vs BAN 2022)
ফর্মের জন্যে কি দায়িত্ব কেড়ে নেওয়া হলো ঋষভ পন্তের থেকে ? চেতেশ্বর পূজারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি অবাক করেছে ফ্যানেদের। (IND vs BAN 2022)
Pujara vice captain😭😭😭
— abhi (@jai_mahakaaal) December 11, 2022
I think this is a wake up call for Pant. As this management and BCCI is known for format mixing.
No more pampering of Pant in limited overs, maybe not even in the squad for T20Is going forward. https://t.co/rXCOEXki9n
So Rishab Pant has fallen out of favor? Totally agree with T20 , no idea with ODI s but sacking him as VC in tests is honestly a little shocking! And replaced by Pujara ! Dravid s love for seniors is eternal.
— varna_t (@varnat3) December 11, 2022
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : প্রিমিয়ার লিগের হাই প্রোফাইল ম্যানেজারকে কোচ হওয়ার প্রস্তাব দেবে ব্রাজিল
Pant not VC?
— Harsh (@imharshn) December 11, 2022
Till SL test series:
1st choice VC: Rahul
2nd choice: Bumrah
3rd choice: Pant
Pujara wasn't even in the squad against SL in tests & now is VC similar to what Pant was VC in T20Is in NZ.
রোহিত শর্মা ছাড়াও হাঁটুর চোটের জন্যে রবীন্দ্র জাদেজা, কাঁধে চোটের জন্যে মহম্মদ শামির এই টেস্ট সিরিজে খেলা হচ্ছে না। স্পিনার সৌরভ কুমার, পেসার নভদীপ সাইনি এবং জয়দেব উনাদকাট’কে দলে নেওয়া হয়েছে।
India’s updated squad for Bangladesh Tests : (IND vs BAN 2022)
KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : রাহুলের কাছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নেতৃত্ব দেওয়াটা বিরাট ব্যাপার, মত ভারতীয় তারকার