IND vs BAN 2022 – রোহিত শর্মার অবর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। এর আগে একটি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে রাহুলের। জসপ্রীত বুমরাহ না থাকায় দলের সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন ঋষভ পন্ত।
Cricbuzz এর রিপোর্ট অনুযায়ী চোটের কারণে বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ মিস করবেন কে এল রাহুল। সাকিবদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করা কালীণ আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। পরে ব্যাট করতে নেমে একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। আপাতত ডাক্তার দেখাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন রোহিত খুব শীঘ্রই তার চোটের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
অবশ্য এটা এখনো নিশ্চিত নয় যে রোহিত শর্মা দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবেন কিনা এ বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ’র সহ অঝিনায়কের ভূমিকা পালন করেছিলেন ঋষভ পন্ত। এবার রাহুলের সাথে দেশের জন্যে একই ভূমিকা পালন করতে দেখা যাবে তাকে। পন্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল, লাল বলের ক্রিকেটের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি। (IND vs BAN 2022)
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের একজন নির্ভর যোগ্য ব্যাটার হলেন ঋষভ পন্ত। উইকেট কিপিংটাও দারুণ করেন তিনি। তার প্রথম একাদশে থাকাটা পাক এক প্রকার। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : রোনাল্ডোকে ফের জাতীয় দলের হয়ে খেলতে মানা করলেন এই প্রাক্তন তারকা
Delighted and proud to have led Saurasthra to the tournament win! Complete team effort from everyone involved. On to the Ranji Trophy now with @1xBatSporting 🏏#VijayHazareTrophy #1xBat #Collab pic.twitter.com/tPNUJfWuWS
— Jaydev Unadkat (@JUnadkat) December 3, 2022
Cricbuzz এর ওই রিপোর্ট অনুযায়ী বাংলার অভিমন্যু ইশ্বরণকে প্রথম টেস্টে ব্যাক আপ ক্রিকেটার হিসেবে নেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের এ দলের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
মহম্মদ শামি চোটের কার বাদ পড়ায় টেস্টে তার জায়গায় সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকাট। ১২ বছর বাদে এই বাঁ হাতি পেসার সুযোগ পেলেন টেস্ট দলে। ২০১০ সালে সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন জয় উনিশ বছর বয়সে।
চট্টগ্রামে ১৪-১৮ ই ডিসেম্বর জুড়ে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ঢাকায় ২২-২৬ ডিসেম্বর খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ইশান’কে ‘ডবল সেঞ্চুরির’ ক্লাবে স্বাগত জানালেন রোহিত শর্মা