IND vs BAN 2022 : কোহলির টেস্টের ফর্ম নিয়ে চিন্তিত নন কে এল রাহুল

0
29
IND vs BAN 2022 : KL Rahul on Virat Kohli’s ‘poor’ Test form: “Haven’t played too much for you to pass that statement”
IND vs BAN 2022 : KL Rahul on Virat Kohli’s ‘poor’ Test form: “Haven’t played too much for you to pass that statement”

IND vs BAN 2022 –  রোহিত শর্মার অবর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। সিরিজে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন বিরাট কোহলির টেস্টের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি। এছাড়া ২০২২ সালে বেশি টেস্ট ম্যাচ খেলিনি ভারত, তাই তারকা ব‍্যাটার কে নিয়ে এরকম মন্তব্য করাটা খুব একটা যুক্তিযুক্ত নয় বলেই মনে করেন তিনি।

২০২২ সালে চারটি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সেখানে ৩১.৪২ গড়ে তিনি করেছেন ২২০ রান। গত জুলাই মাসে ব্রিমিংহ‍্যামে ইংল্যান্ডের বিপক্ষে রিশিডিউলড টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ এবং ২০ রান করেছিলেন তিনি। তবে সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন তিনি, টি টোয়েন্টি এবং ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। (IND vs BAN 2022)

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজে (IND vs BAN 2022) খেলতে নামার আগে ভারতের তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কে এল রাহুল। তার কাছে জানতে চাওয়া হয় তিনি কোহলির টেস্টের ফর্ম নেই চিন্তিত কিনা, জবাবে রাহুল বলেছেন,

“এই প্রশ্ন করাটা উচিত নয়, আমরা এবছর খুব বেশি টেস্ট ক্রিকেট খেলিনি। কোহলি ভালো ফর্মে আছেন।টি টোয়েন্টিতে দারুণ খেলেছে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলো। নিশ্চয়ই আত্মবিশ্বাস নিয়েই টেস্টে খেলতে নামবে।”

আরও পড়ুনঃ Kylian Mbappe : এমবাপ্পের সাথে অঁরির তুলনা টানলেন আর্সেন ওয়েংগার

বাংলাদেশের বিরুদ্ধে কোহলির ভালো খেলার ব‍্যাপারে ভীষণ আশাবাদী রাহুল। বলেছেন,

“কোহলি বহুদিন ধরে খেলছে।বিরাট অভিজ্ঞ ক্রিকেটার। নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহাল। সব সময় তার মাইন্ডসেট এবং অ্যাটিটিউড ইতিবাচক থাকে। খেলার প্রতি ওর যা প‍্যাশন সেটা দেখে সবার শেখা উচিত। কিংবদন্তি ক্রিকেটার,জানে কিভাবে রান করতে হয়, আবারও তাই করতে দেখা যাবে।”

প্রসঙ্গত, কোহলি তার কেরিয়ারের শেষ টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে খেলা হয়েছিল সেই টেস্ট ম্যাচ। (IND vs BAN 2022)

India’s updated squad for Bangladesh Tests : (IND vs BAN 2022)

KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : ‘Zimbabar’, ইংল্যান্ডের বিপক্ষে আউট হয়ে ঘরের মাঠে ফ‍্যানেদের গাল খেলেন বাবর