IND vs BAN 2022 : ডেথ ওভারে উমরান মালিক’কে বোলিং করতে দিয়ে ভুল করেছে রাহুল, মত জাফরের

0
82
IND vs BAN 2022 :
IND vs BAN 2022 : "It was a huge mistake to give Umran Malik the ball in the death overs" - Wasim Jaffer

বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম‍্যাচে কে এল রাহুলের উচিত হয়নি উমরান মালিক’কে দিয়ে ডেথ ওভারে বোলিং করানো, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওপেনার ওয়াসিম জাফর।

সংশ্লিষ্ট ম‍্যাচে উমরান দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিয়েছিলেন প্রথম দিকে, কিন্তু নিজের স্পেলের শেষ দুই ওভারে ২৮ রান হজম করেছিলেন তিনি। (IND vs BAN 2022)

ম‍্যাচে ভারত বোলিং চলাকালীন শেষ ৫ ওভারে ৬৮ রান হজম করেছিলো। যার জন্য ৫০ ওভার শেষে বাংলাদেশ ব‍্যাট করে ৭ উইকেটে ২৭১ রান তুলেছিলো। মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং শার্দুল ঠাকুরকে পিটিয়ে ওইদিন ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আট নম্বরে ব‍্যাট করতে নেমে ওডিআইতে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। (IND vs BAN 2022)

অবশ্য এখানে আলোচ‍্য বিষয় হলো দীপক চাহার এই ম‍্যাচে তিন ওভার বোলিং করছিলো। চোট পাওয়ার জন্য এরপর বোলিং করতে পারেননি তিনি।

ভারতের (IND vs BAN 2022) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্যে ১৭ জনের দল ঘোষণা করলো বাংলাদেশ। আগামী ১৪ ই ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

হজে যাওয়ার জন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিল মুশফিকুর রহিম। তিনি ফিরলেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে,চোট সারিয়ে ফিরলেন তাস্কিন আহমেদ। ভারতের এ দলের বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলার সুবাদে প্রথম বার টেস্ট দলে জায়গা পেলেন জাকির হাসান। (IND vs BAN 2022)

ইতিমধ্যে চলতি ওডিআই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার তারা চাইবেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিততে। ২০১৫ সালে ভারত যখন বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিলো তখন সেই টেস্ট ড্র হয়েছিল। (IND vs BAN 2022)

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : রিয়াল মাদ্রিদ চাইছে র‍্যামোসকে

দুই দল এখনও অবধি ১১ টা টেস্ট ম্যাচ খেলেছে।তার মধ্যে ভারত জিতেছিলো ৯ ম‍্যাচে।ড্র করেছিল ২ ম‍্যাচে। (IND vs BAN 2022)

বাংলাদেশের (IND vs BAN 2022) টেস্ট পারফরম্যান্স একেবারে ভালো নয়। এবছর একটি টেস্ট ম্যাচ জিতেছিলো বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেটা জানুয়ারি মাসে। সম্প্রতি ঘরের মাঠে ১০ উইকেটে টেস্ট ম্যাচ হেরেছিলো ভারত, এছাড়া সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিলো।

এইমুহুর্তে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়ান শিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ একেবারে তলানিতে আছে। চলতি টেস্ট সাইকেলে একটি মাত্র টেস্ট জিতেছিলো তারা, একটি ম‍্যাচ ড্র হয়েছিল।

অন‍্যদিকে ভারতের এখনও বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা আছে। ১২ ম‍্যাচের মধ্যে ৬ ম‍্যাচ জিতেছে, হেরেছে ৪ টিতে, দুটো টাই। বাংলাদেশের বিরুদ্ধে ২-০ বিরুদ্ধে জয় পেলে টপ টু তে ফিনিসে শেষ করার সম্ভাবনা আছে।

রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করা ভারতের এ দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ তার বদলে দলে ঢুকবেন।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের দল : (IND vs BAN 2022)

Mahmudul Hasan Joy, Najmul Hossain Shanto, Mominul Haque, Yasir Ali, Mushfiqur Rahim, Shakib al Hasan (C), Litton Das, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Taskin Ahmed, Khaled Ahmed, Ebadot Hossain, Shoriful Islam, Zakir Hasan, Rejaur Rahman Raja, Anamul Haque Bijoy

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম‍্যাচে জাতীয় দলে ডাক পেলেন কুলদীপ যাদব