
IND vs BAN 2022 – ইদানিং কালে ভারতীয় ক্রিকেট দল বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রচুর পরিমাণে ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হয়েছিল ইদানিং, কিন্তু তাদের মধ্যে থেকে মুস্টিমেয় কিছু ক্রিকেটার আছে যারা নিজেদের প্রভাব ফেলেছেন।
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলুন বা চোটের কারণে। ইদানিং সময় নতুনরা বেশি করে সুযোগ করে নিয়েছে জাতীয় দলে। বিষয়টি এখন বেশ ধাত্মস্থ গোছের একটা বিষয় হয়ে গেছে জাতীয় দলে। (IND vs BAN 2022)
এমন সময় জাতীয় দলে বেশি পরিমাণে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দেওয়া ক্রিকেটারদের বেশি পরিমাণে সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন মহম্মদ কাইফ, তিনি বলেছেন,
“ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলে আসা ক্রিকেটারেরা, যারা সেঞ্চুরি করছে, রানের মধ্যে আছে তাদের বেশি করে সুযোগ দেওয়া উচিত, যেমন অভিমুন্য ইশ্বরণ টানা ভালো খেলে সুযোগ করে নিয়েছে। আইপিএলে পারফরম্যান্সের বিচারে আচমকা সুযোগ দেওয়াটা ঠিক নয়, কারণ সেখানে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পায় কোনও ক্রিকেটার। এরপর ফলে যে সকল ক্রিকেটারেরা ধারাবাহিক ভাবে শেষ চার – পাঁচ বছর পারফরম্যান্স দিয়ে এসেছে তারা ব্যর্থ হচ্ছে।”
আইপিএলের মতো বিরাট মাপের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আমদানি হওয়ার পর থেকে ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট গুলোর জৌলুস যে অনেকখানি কমেছে, সে কথা বিশেষ আলাদা করে কিছু বলার নেই।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা ভালো করেও হতাশ করলেন শুভমান গিল
The selection committee has also added fast bowler Jaydev Unadkat to India’s squad for the Test series.
— BCCI (@BCCI) December 11, 2022
More details here – https://t.co/LDfGOYmMkz #BANvIND https://t.co/beOdgO2SYX
কিন্তু তাও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট গুলোতে প্লেয়ারদের পারফরম্যান্সের উপর নজর রেখে চলেছে নির্বাচকরা, এবং সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের জাতীয় দলের সুযোগ দেওয়া হয়েছে দেখে ভীষণ খুশি কার্তিক, তিনি বলেছেন, (IND vs BAN 2022)
“নির্বাচক এবং বাছাই করা ক্রিকেটারদের নিয়ে ইদানিং সময় খুব কথা উঠেছে, কিন্তু এবারের বাংলাদেশ দল দেখে ভালো লাগলো। মুকেশ কুমার ভারতের ‘এ’ দলের হয়ে ভালো খেলেছিলো, কিন্তু তা সত্বেও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ক্রিকেটারদের টেস্টে সুযোগ দেওয়া হয়েছে, এ বিষয়টি খুবই প্রশংসনীয়।”
India Squad 1st Test: (IND vs BAN 2022)
KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের পর অবসর নেবেন লিও মেসি