আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ (IND vs BAN 2022) ভীষণ গুরুত্বপূর্ণ চেতেশ্বর পূজারার কাছে। এমনটাই মনে করেন অভিজ্ঞ ভারতীয় উইকেট কিপার – ব্যাটার দীনেশ কার্তিক। ইদানিং সময় জাতীয় দলের হয়ে তেমন উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স নেই পূজারার। কিন্তু কাউন্টি ক্রিকেট নজরকাড়া ব্যাটিং করেছিলেন তিনি। এছাড়া সদ্য বাংলাদেশের এ দলের বিরুদ্ধে বে সরকারি টেস্ট ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তাই স্বাভাবিক ভাবেই তাকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে।
টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন পূজারা।প্রথম টেস্টে সহ অধিনায়ক তিনি। (IND vs BAN 2022)
বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে টেস্টে চেতেশ্বর পূজারা ৮২ গড়ে ব্যাট করেছেন। চারটি হাফ সেঞ্চুরি করেছেন, চার ইনিংসে।
Cricbuzz এর আলোচনায় চেতেশ্বর পূজারার জাতীয় দলের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে দীনেশ কার্তিক বলেছেন,
“চেতেশ্বর পূজারার কাছে এই টেস্ট সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। ইদানিং ভালো খেলেছে। গত বছর ভালো খেলতে পারেনি। কিন্তু শেষ টেস্টে ইংল্যান্ডে ভালো ব্যাট করেছিলো। এই ব্যাপারটা ভালো ওর কাছে।”
আরও পড়ুনঃ IND W vs AUS W : সুপার ওভারে রুদ্ধশ্বাস জয়, অসিদের বিরুদ্ধে সিরিজে সমতায় ফিরলো ভারত
Top win to set the pace for the upcoming series. pic.twitter.com/4uCvDWqqtO
— Cheteshwar Pujara (@cheteshwar1) December 9, 2022
সাউথ আফ্রিকা সফরে খারাপ খেলার জেরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন এই রাজ কোটের ক্রিকেটার।
এবারের আইপিএলে অবিক্রীত ছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেট খেলতে সাসেক্সে যান। সেখানে ভালো খেলে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলার সুযোগ করে নেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি, এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটে টানা সাদা বলের ম্যাচ খেলেছিলেন। (IND vs BAN 2022)
বুধবার সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত-বাংলাদেশ চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশে টেস্টের প্রাক্টিস শুরু করলেন অশ্বিন, দেখুন ভিডিও