অবশেষে একদিনের ক্রিকেটে ভারতীয় ওপেনার’দের শতরানের প্রতীক্ষা শেষ হল। (IND vs BAN 2022) ১,০৫৬ দিনের অপেক্ষার পর ফের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হাঁকালেন কোনও ভারতীয় ওপেনার। যা ভারতের ইতিহাসে সবথেকে দীর্ঘতম ব্যবধান। সেইসঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন ইশান কিষাণ।
শনিবার চট্টগ্রামে চলতি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেন ইশান। ভারতের ইনিংসের ৩৫ তম ওভারেই নিজের ২০০ রান সম্পূর্ণ করেন তিনি। মাত্র ১২৬ বলেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ইশান। ইতিমধ্যে নটি ছক্কা এবং ২৩ টি চার মেরেছেন এই তরুন ওপেনার। যে ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ড’ও ভেঙে দেন ইশান। (IND vs BAN 2022)
আসন দেখা যাক এদিন কি কি রেকর্ড ভেঙেছেন ইশান – (IND vs BAN 2022)
১) বিশ্বরেকর্ড গড়েছেন ইশান। একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করেছেন ভারতের এই বাঁ-হাতি ওপেনার।
২) পুরুষদের একদিনের ম্যাচে বিদেশে সর্বোচ্চ স্কোর করেছেন ইশান। এতদিন সেই তালিকা’র শীর্ষে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৯ সালে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে ১৮৩ রান করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : শামি’র বদলে টেস্টে সুযোগ পেলেন জয়দেব উনাদকাট
২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেছিলেন বিরাট কোহলি। তারপর এই তালিকায় আছেন কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক।
আবার বাংলাদেশের মাটিতেই ১৭৫ রান করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। বাংলাদেশের বিরুদ্ধে ১৭৫ রানের সেই ইনিংস খেলেছিলেন তিনি। (IND vs BAN 2022)
৩) পুরুষদের একদিনের ম্যাচে ভারতের হয়ে দ্রুততম ১৫০ রান করার নজির গড়েছেন ইশান। এদিন ১০৩ বলে ১৫০ রান পূরণ করেন তিনি।
ভারত-বাংলাদেশের শেষ তথা তৃতীয় ওয়ানডে ম্যাচের একাদশ – (IND vs BAN 2022)
বাংলাদেশ: আনামুল হক, লিটন দাস (অধিনায়ক), ইয়াসির আলী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ভারত: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।