
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে (IND vs BAN 2022) চোট পাওয়া মহম্মদ শামির পরিবর্তে উমরান মালিক’কে নিয়ে একেবারে সঠিক কাজ করেছে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা।
India News Sports কে শর্মা বলেছেন উমরান আরও ভালো বোলার হয়ে উঠবেন সিনিয়র দের গাইডেন্সে যতো বেশি খেলার সুযোগ পাবেন। বাংলাদেশের পিচে বোলিং করে নিজেকে বোলিং স্কিল’কে আরো ক্ষুরধার করে তোলার সুযোগ থাকবে উমরানের কাছে। রাজকুমার শর্মা বলেছেন, (IND vs BAN 2022)
“উমরান মালিক বর্তমানে একমাত্র ভারতীয় বোলার যে দেড়শোর গতিতে বোলিং করতে পারে। ওকে দেশের সিনিয়র ক্রিকেটারদের সাথে আরও বেশি করে খেলার সুযোগ দিতে হবে গ্রুম করার জন্যে।
সিনিয়র ক্রিকেটারেরা খেলা চলাকালীন ওকে গাইড করবে, এটা ওর খেলার উন্নতি করতেও সাহায্য করবে। অবশ্য এই পিচে পেসার’রা খুব একটা সাহায্য পাবেনা সেটা মাথায় রেখে বলছি।” (IND vs BAN 2022)
সদ্য নিউজিল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে ছিলেন উমরান। গোটা সফরে আগুনে পেসে বোলিং করেছেন এই ডানহাতি পেসার। গোটা ওডিআই সফরে ভারতের সবচেয়ে সফল বোলার বলা চলে তাকে। নিয়েছিলেন ৩ টি উইকেট। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলার শাহবাজ আহমেদ’কে নিয়ে অনেক আশা দীনেশ কার্তিকের
Hello from Dhaka 📍 for the 1️⃣st #BANvIND ODI 👋#TeamIndia pic.twitter.com/As9rLM4ZUi
— BCCI (@BCCI) December 4, 2022
একই আলোচনায় উপস্থিত ভারতের প্রাক্তন জাতীয় দল নির্বাচক সাবা করিম বলেছেন, টিম ইন্ডিয়ার ওডিআই দলে নিজের জায়গা পাঁকা করার বিরাট সম্ভাবনা আছে উমরানের মধ্যে, আর সেটা করার সুবর্ণ সুযোগ আছে তার কাছে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই’তে ভালো পারফরম্যান্স দিলে, তিনি বলেছেন, (IND vs BAN 2022)
“ভারতের ওয়ানডে দলে জায়গা পাকা করে নিতে পারে উমরান, নিউজিল্যান্ডে যেমন বোলিং করেছিল, সেরকম যদি বাংলাদেশেও করে। আমাদের সর্বোচ্চ গতিতে বোলিং করতে পারে, এরকম পেসারদের প্রয়োজন ভীষণ ভাবে, কিন্তু আমাদের হাতে অপশন কম, কারণ অধিকাংশ পেসাররা’ই এখন চোঁটে কাবু।”
প্রসঙ্গত, বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ছিলেন না উমরান। কাঁধের চোটের জেরে মহম্মদ শামি ছিটকে গেলে এই প্রতিভাবান পেসার সুযোগ পান দলে।
৪ ই ডিসেম্বর, অর্থাৎ রোববার ঢাকার ‘শের ই বাংলা’ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সিরিজের প্রথম ওডিআই খেলতে নামবে ভারত।